রবীন্দ্রনাথকে নিয়ে কোন অবমাননা মানব না- মুখ্যমন্ত্রী
অমিত শাহকে জানাতে বোলপুরকে (Bolpur) ব্যানার, পোস্টারে প্রায় মুড়ে ফেলেছিল বিজেপি। সেই পোস্টার ঘিরেই দেখা দেয় বিতর্ক। ফ্লেক্সে দেখা যায়, অমিত শাহের (Amit Shah) ছবির নীচে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, আর তার নীচে বিজেপি (BJP) নেতা অনুপম হাজরার (Anupam Hazra) ছবি।
এই নিয়ে রাজ্য জুড়ে ওঠে বিতর্কের ঝড়। বিজেপিকে তীব্ৰ ভাষায় ধিক্কার জানায় বাংলার মানুষ। কাল দিন ভর জোড়াসাঁকোয় রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) বাড়িতে নিন্দনীয় ঘটনার প্রতিবাদে ধর্নায় বসেছিল তৃণমূল কংগ্রেস।
সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আজ নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘২৮ ডিসেম্বর বীরভূম যাব, দলের সাংবাদিক বৈঠক করব। ২৯ ডিসেম্বর বীরভূমে দুপুর দেড়টায় মিছিল করব। বীরভূমে রাঙামাটির মানুষের মিছিল হবে। বাংলার মণীষিদের আন্তর্জাতিক খ্যাতি আছে।রবীন্দ্রনাথকে নিয়ে কোনও অবমাননা মানব না।