কেন বড়দিনে জাতীয় ছুটি তুলে দিল কেন্দ্র? কলকাতা ক্রিসমাস উৎসব উদ্বোধন করে তোপ মমতার
২৫ ডিসেম্বরকে কেন জাতীয় ছুটি ঘোষণা করা হবে না? সোমবার কলকাতার ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করতে গিয়ে প্রশ্ন তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Bannerjee)। সেই মঞ্চ থেকেই দেশে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুললেন বিজেপির বিরুদ্ধে। সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও। অ্যালেন পার্ক থেকে আজ কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল- এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, “যীশু মানে মানবতা। আমাদের সেই মানবতার পথে চলতে হবে”। মানবতার উদাহরণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী তুলে ধরেন রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির খতিয়ান।
এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) প্রতি ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি মিথ্যে কথা বলছে। ওরা কেন বলছে রাজ্য সব দিক থেকে পিছিয়ে? এমএসএমই, সড়ক নির্মাণ, বেকারত্ব দূরীকরণ, আবাস যোজনা, কারিগরী শিক্ষা সব ক্ষেত্রে বাংলা দেশের মধ্যে এক নম্বরে রয়েছে। ” তিনি বলেন, “দেশের ধর্মনিরপেক্ষতা মোটেই বজায় রাখা হচ্ছে না। আমার তো মনে হয়, ধর্মীয় হিংসার নীতি নিয়ে চলা হচ্ছে।” উৎসবের মঞ্চ থেকে নাম না করেই ফের একবার বিজেপিকে বিঁধলেন তিনি।
তিনি আরো বলেন, “আমরা চিকিৎসা, খাদ্য, শিক্ষা বিনামূল্যে দিচ্ছি। এটা মানবতা নয়! কন্যাশ্রী প্রকল্প ইউনাইটেড নেশান (UN) থেকে পুরস্কৃত হয়েছে। সবুজ সাথী প্রকল্পে ১ কোটি সাইকেল দিয়েছি। দ্বাদশ শ্রেণীর ছাত্রদের ১২ লক্ষ ট্যাব দিচ্ছি। এগুলো কি সামাজিক কাজ নয়! কোন ব্যক্তির জন্মের খরচ থেকে মৃত্যুর সময় সৎকার সব কিছুর দায়িত্ব নিচ্ছে রাজ্য সরকার।” বিজেপিকে (BJP) কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন দেশ থেকে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা হারিয়ে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ক্রিসমাস উৎসযে যোগদান করেন।