রাজ্য বিভাগে ফিরে যান

কীভাবে মারা গেলেন নেতাজি, প্রশ্ন তুলল তৃণমূল

December 22, 2020 | < 1 min read

আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন সাংসদ সৌগত রায় (Saugata Roy)। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী পালনের লক্ষ্যে কেন্দ্র যে কমিটি গঠন করেছে, সেই প্রসঙ্গে তিনি বলেন, নেতাজি সংক্রান্ত সমস্ত তথ্য জনসমক্ষে আনার কথা দিয়েও তারা এখনও পালন করেনি। নেতাজি (Netaji Subhas Chandra Bose) আজও অবহেলিত। আজও দেশবাসী জানেনা তিনি কীভাবে মারা গেলেন? কবে মারা গেলেন?

তিনি আরও বলেন, ইতিহাস বিকৃত করে যেসব মানুষের কোনও অবদান নেই স্বাধীনতা সংগ্রামে, তাদের সামনে আনতে চাইছে কেন্দ্র সরকার।

উল্লেখ্য, রাজ্য সরকার নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে গত ২৬শে নভেম্বর একটি কমিটি গঠন করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন এই কমিটিতে আছেন নোবেলজয়ী অমর্ত্য সেন ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এছাড়া আছেন শঙ্খ ঘোষ, সুগত বসু, শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।

প্রসঙ্গত, রাজ্য সরকারের হাতে থাকা নেতাজি সংক্রান্ত সমস্ত ফাইল ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে সকলের জন্য। এছাড়া, নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Netaji Subhas Chandra Bose, #Saugata Roy, #Trinamool Bhavan

আরো দেখুন