নিয়ম ভেঙে উপাচার্য নিয়োগ রাজ্যপালের, ৪৮ ঘন্টাতেই বদল
রাজ্যপালের ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের (Alipurduar University) উপাচার্য (VC) বদলে গেলেন। দুএকদিনের মধ্যেই দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও বদল হতে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে শিক্ষামহলে। শনিবার সকালে টুইট করে দার্জিলিং হিল এবং আলিপুরদুয়ার, নতুন দুই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যদের নাম ঘোষণা করেছিলেন রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকর। টুইটে রাজ্যপাল জানিয়েছেন, দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন কালিম্পং কলেজের অধ্যক্ষ রাজেন্দ্রপ্রসাদ ধাকল এবং আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন জলপাইগুড়ি পিডি উইমেন্স কলেজের অধ্যক্ষ শান্তি ছেত্রী। সোমবার সন্ধ্যায় শান্তি ছেত্রীর বদলে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের অধ্যাপক মহেন্দ্রনাথ রায়ের নাম ঘোষণা করেছে রাজ্য সরকার। বিকাশ ভবন থেকে নির্দেশিকা জারি করে সেকথা জানিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের সহকারী সচিব ও ল অফিসার। সূত্রের খবর, রাজেন্দ্রপ্রসাদ ধাকলকে এখনই নিয়োগপত্র পাঠানো হচ্ছে না। তাঁর বদলে দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য করা হতে পারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপকুমার সরকারকে। রাজ্যের নির্দেশিকায় বলা হয়েছে, শান্তি ছেত্রী সম্মত না হওয়াতেই সার্চ কমিটির প্রস্তাবে এক নম্বরে থাকা মহেন্দ্রনাথ রায়কে উপাচার্য হিসাবে নিযোগ করা হয়েছে। তবে আপাতত এক বছরের জন্যই তাঁকে নিযুক্ত করা হয়েছে।
উপাচার্য নিয়োগ নিয়ে রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে ডুয়ার্স ও পাহাড়ে। রাজবংশী সম্প্রদায়ের কোনও শিক্ষাবিদকে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য করার দাবি তোলে বিভিন্ন মহল। সেই দাবির কথা জানানো হয়েছিল মুখ্যমন্ত্রীকেও। কিছুদিন আগেই উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দাবি মেনে রাজবংশী কোনও শিক্ষাবিদকে উপাচার্য করার কথা ভাবছেন তাঁরা। তবে সেই দাবি না মেনে শান্তি ছেত্রীকে উপাচার্য করায় ক্ষোভ প্রকাশ করে রাজবংশী সম্প্রদায়ে একটা বড় অংশ। বিভিন্ন রাজবংশী সংগঠনের তরফে রবিবারই আলিপুরদুয়ার ও কোচবিহারের বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো হয়। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের জন্য সার্চ কমিটি যে তিনজনের নাম সুপারিশ করেছিল তাঁদের মধ্যে প্রথমেই ছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের অধ্যাপক মহেন্দ্রনাথ রায়ের নাম। দেশের নামী শিক্ষাবিদ হওয়ার পাশাপাশি তিনি রাজবংশী সম্প্রদায়ে মানুষ। তাঁকে বাদ দিয়ে কেন শান্তি ছেত্রীকে উপাচার্য করা হল, তা নিয়ে প্রশ্ন ওঠে আলিপুরদুয়ারে। সেই ক্ষোভ বিধানসভা ভোটের ইভিএমে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তৃণমূল নেতাদের একাংশ। সূত্রের খবর, বেগতিক বুঝে শীর্ষ তৃণমূল নেতাদের তরফে কথা বলা হয় শান্তি ছেত্রীর সঙ্গে। তিনি যাতে উপাচার্য পদে যোগ দিতে অনীহা প্রকাশ করেন সেই অনুরোধও করা হয়। তৃণমূল ঘনিষ্ঠ হওয়ায় শান্তি ছেত্রীকে মানাতে বেগ পেতে হয়নি। তারপরই নাম পরিবর্তন করে মহেন্দ্রনাথ রায়কে উপাচার্য করা হয়। শান্তি ছেত্রী বলেন, এই বিষয়ে কোনও মন্তব্য করব না। এখন কিছুই বলা যাবে না। শিক্ষামন্ত্রী বা অন্য কারও সঙ্গে বিষয়টি নিয়ে আমার কোনও কথা হয়নি।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, দার্জিলিংয়ের উপাচার্য নিয়োগের জন্য তৈরি সার্চ কমিটির প্রস্তাবে এক নম্বরে ছিল দিলীপকুমার সরকারের নাম। মহেন্দ্রনাথ রায়ের নিযুক্তি সংক্রান্ত নির্দেশিকায় রাজ্য সরকার জানিয়েছে, সার্চ কমিটির রিপোর্টে তিন নম্বরে থাকা ব্যক্তিকে আলিপুরদুয়ারের উপাচার্য হিসাবে নিযুক্ত করে রাজ্যপাল দ্য ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটিস টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ সার্ভিস অফ দ্য ভাইস চ্যান্সেলার অ্যান্ড দ্য ম্যানার অ্যান্ড প্রসিডিওর অফ অফিশিয়াল কমিউনিকেশন রুল, ২০১৯ লঙ্ঘন করেছেন। দার্জিলিংয়ে ক্ষেত্রেও তিন নম্বরে নাম থাকা রাজেন্দ্রপ্রসাদ ধাকলের নাম উপাচার্য হিসাবে ঘোষণা করেছেন রাজ্যপাল। আলিপুরদুয়ারের ক্ষেত্রে নিয়ম ভাঙা হলে দার্জিলিংয়ের ক্ষেত্রেও নিয়ম ভাঙা হয়েছে বলেই জানিয়েছেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা। এই বিষয়ে জানতে শিক্ষামন্ত্রীকে ফোন করা হলেও ফোন তোলেননি। মেসেজের উত্তর দেননি। রাজেন্দ্রপ্রসাদ ধাকল বলেন, আমি উপাচার্য নিয়ে কোনও কথাই আর বলতে চাই না। এক্ষেত্রে আমার নাম না জড়ানোই ভালো।