রাজ্য বিভাগে ফিরে যান

বাংলার প্রত্যেক ঘরে দ্রুত দুয়ারে সরকার পৌঁছে দিতে নির্দেশ

December 23, 2020 | < 1 min read

পরিবহণ সহ সমস্ত সরকারি সেক্টরের কর্মীদের ধরে ধরে দুয়ারে সরকার পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee)। মঙ্গলবার নবান্নে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের সব বিডিও, এসডিও, ডিএম, এসপি এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধান সচিবকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

দুয়ারে সরকার (Duare Sarkar) প্রকল্পের সুবিধা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে বলা হয়েছে। সমাজের সব স্তরের মানুষ যাতে এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হতে পারেন, তারই নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। পরিবহণ সহ বিভিন্ন সেক্টরের কর্মীদের এ ব্যাপারে বিশেষ করে উদ্যোগ নিতে বলেছেন তিনি। এদিন পর্যন্ত দুয়ারে সরকার প্রকল্পে সওয়া এক কোটি আবেদন জমা পড়েছে। তার মধ্যে সবথেকে বেশি আর্জি এসেছে স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য। আবেদন অনুযায়ী সকলে যেন স্বাস্থ্যসাথী কার্ড পান, তা নিশ্চিত করতে নবান্নের তরফে প্রশাসনের নিচুস্তর পর্যন্ত নির্দেশ পাঠানো হয়েছে। দুয়ারে সরকারের দ্বিতীয় পর্বের শিবির চলছে। যাতে একসঙ্গে ভিড় বেশি না হয়, সেদিকে নজর রাখার নির্দেশও এসেছে। আলাপনবাবুর বার্তা, যাঁরা শিবিরে আসছেন, তাঁদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। সেই নির্দেশ পৌঁছে গিয়েছে বিডিও, এসডিও, ডিএমদের কাছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Duare Sarkar, #Mamata Banerjee

আরো দেখুন