রাজ্য বিভাগে ফিরে যান

অমর্ত্য সেন বিজেপি বিরোধী বলেই ওনাকে অপমান করা হচ্ছে: মমতা

December 24, 2020 | 2 min read

আজ সকালে অনেক খবরের কাগজে একটি হেডলাইন অনেকের নজরে পড়েছে। সেখানে লেখা আছে নোবেলজয়ী অমর্ত্য সেন ও তাঁর পরিবার নাকি বিশ্বভারতীর জমি বেআইনিভাবে দখল করে রেখেছে, হকার বসিয়েছে ইত্যাদি।

এই বিষয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) প্রশ্ন করা হলে তিনি বলেন, অমর্ত্য সেনকে সারা বাংলার সবাই সম্মান করে। তাঁর জন্য গৌরব বোধ করে।

তিনি সাংবাদিকদের উল্টে প্রশ্ন করেন, আপনারা বিশ্বাস করেন উনি বা, ওনার পরিবার জমি দখল করবেন? ওনাদের পরিবার ওখানে প্রায় ৭০-৮০ বছর আছে। যারা আজ ওনার নামে কুৎসা করছে, তারা তখন কোথায় ছিল? অমর্ত্য সেনকে অসম্মান করার অধিকার তাদের নেই।

তিনি আরও বলেন, অমর্ত্যবাবু (Amartya Sen) আদর্শগত দিক দিয়ে বিজেপির বিরুদ্ধে বলে তাই ওরা এসব কুৎসা করছে। আমি বাংলার সকলের হয়ে ওনার কাছে ক্ষমা চাইছি।

তিনি বলেন, বিশ্বকবি এই বিশ্ববিদ্যালয় তৈরি করেন প্রকৃতির ছায়াতলে। এই বিশ্ববিদ্যালয়কে কংক্রিটের জঙ্গলের বাইরে রাখার চেষ্টা করেন। শুধু আমাদের দেশ না, বিদেশের অনেক বিশ্ববিদ্যালয় ওনাকে নিয়ে গর্ববোধ করে। ওনার বিরুদ্ধে কুকথা, অসত্য, অর্ধনগ্ন ভাষা ব্যবহার করছে। আমাকে গালাগাল দিলে আমি কিছু মনে করি না। কিন্তু, আমাকে গালাগাল দিতে দিতে এরা মনিষীদেরও গালাগাল দিচ্ছে।

মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, এরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, রবীন্দ্রনাথের জন্মস্থান পাল্টে দিয়েছে। এবার অমর্ত্য সেনকে অপমান করছে। এদের অমর্ত্য সেনের কাছে ক্ষমা চাইতে হবে। সমস্ত বুদ্ধিজীবীদের আবেদন জানাবো সকলে মিলে এর প্রতিবাদ করুন।

বিশ্বভারতীর শতবর্ষ অনুষ্ঠানে ওনার অনুপস্থিতি প্রসঙ্গে মমতা বলেন, তাঁকে এই অনুষ্ঠানে কোনোভাবে আমন্ত্রণ জানানো হয়নি। উল্টে, তাঁর প্রশ্ন কেন পৌষমেলা বন্ধ করা হল?

মমতার সাফ কথা, ২৯ তারিখে ওখানে মিছিল থেকে আমি বাংলার মানুষের হয়ে এই সকল অন্যায়ের প্রতিবাদ জানাবো, কৈফয়ত চাইবো। বিনা কৈফয়তে এক ইঞ্চি জমিও ছাড়বো না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Amartya Sen

আরো দেখুন