দেশ বিভাগে ফিরে যান

বঙ্গ বিজয়ে মরিয়া মোদীর মুখে রবি-স্তুতি

December 24, 2020 | < 1 min read

১০০ বছর পূর্ণ হল বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ের। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য এই প্রতিষ্ঠানের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে আবারও প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল রবীন্দ্রনাথের স্তুতি। একুশের নির্বাচনের আগে আবারও বহিরাগত তকমা মুছতে তৎপর হলেন মোদী।

কয়েকমাস যাবৎই নিজেকে বাঙালি প্রমাণিত করতে দাড়ি বাড়াচ্ছেন মোদী (Narendra Modi)। কেউ কেউ বলছেন, নিজেকে রবীন্দ্রনাথের (Rabindra Nath Tagore) মত ‘লুক’ দিতে চান তিনি। বাংলাও শিখছেন প্রধানমন্ত্রী। প্রায়ই বাংলার মনীষীদের উদ্ধৃত করেন তিনি। যদিও একবার রবীন্দ্রনাথের একটি কবিতার মারাত্মক উচ্চারণ করে হাসির খোরাক হয়েছেন তিনি।

আজ বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva-Bharati University) শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন। ব্রাত্য রাখা হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। কিন্তু দুদিন আগে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল হুমকি দিতেই আমন্ত্রণপত্র পাঠানো হয় মুখ্যমন্ত্রীর কাছে।

কিছুদিন আগে বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) গিয়েছিলেন বোলপুরে। প্রথমে উপাসনা গৃহ ঘুরে দেখেন। যোগ দেন সংগীত ভবনের অনুষ্ঠানে। এরপর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে বৈঠকও করেন কেন্দ্রীয় মন্ত্রী। ছিলেন বিজেপি নেতারাও। যা মোটেও ভালভাবে নেয়নি রবীন্দ্র অনুরাগীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rabindranath Tagore, #Narendra Modi

আরো দেখুন