দেশ বিভাগে ফিরে যান

অনুমোদনহীন অ্যাপে লেনদেন নিয়ে সতর্ক করল আরবিআই

December 24, 2020 | < 1 min read

অনুমোদনহীন অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্মের ফাঁদে পা না দেওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করল রিজার্ভ ব্যাঙ্ক। জানানো হয়েছে, অনেক সময় সহজ শর্তে ঋণ পাইয়ে দেওয়া সহ চোখ ধাঁধানো নানারকম অফার দিয়ে থাকে অনুমোদনহীন এইসব অ্যাপ। তাদের ফাঁদে পড়ে আর্থিক লেনদেন করতে গিয়ে মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে গ্রাহকদের। ফলে এ ব্যাপারে তাঁদের বিশেষ সতর্ক থাকতে হবে।

আরবিআইয়ের (RBI) বক্তব্য, অনুমোদনহীন অনলাইন প্ল্যাটফর্মগুলির ঋণ পাইয়ে দেওয়ার পিছনে লুকোনো চার্জ থাকে। পাশাপাশি, গ্রাহকদের তথ্য চুরি করে বিভিন্ন অসৎ উদ্দেশ্যে তা ব্যবহার করারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এক্ষেত্রে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি রিজার্ভ ব্যাঙ্কের পরামর্শ, এ ধরনের অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্মে কখনওই কেওয়াইসি আপলোড করা উচিত নয়। সেক্ষেত্রে একমাত্র রিজার্ভ ব্যাঙ্ক অনুমোদিত যেসব ব্যাঙ্কিং ও নন-ব্যাঙ্কিং সংস্থা রয়েছে, তাদের মাধ্যমেই আর্থিক লেনদেন করা বা ঋণ নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

TwitterFacebookWhatsAppEmailShare

#RBI, #unauthorized app

আরো দেখুন