জম্মু ও কাশ্মীরের স্থানীয় নির্বাচনে বড় জয় গুপকর জোটের
জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) স্থানীয় নির্বাচনে বড় জয় পেল ফারুক আবদুল্লার নেতৃত্বাধীন গুপকর জোট। পাশাপাশি, তাত্পর্যপূর্ণভাবে ভালো ফল করেছে বিজেপিও (BJP)। নির্বাচন কমিশন জানিয়েছে, ২০টি জেলার মধ্যে ১৩টিই গিয়ে গুপকর জোটের দখলে। গেরুয়া শিবির জয় পেয়েছে জম্মুর ৬টি জেলায়। শ্রীনগরে জিতেছে নির্দল প্রার্থী। গত বছর ৩৭০ ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরে এই প্রথম ভোট হল। তাই রাজনৈতিক তরজার বাইরে স্থানীয় মানুষ কী ভাবছেন, তা বুঝতে জেলা উন্নয়ন পর্ষদের ফলাফলের দিকে নজর ছিল গোটা দেশের।
আট দফায় ২০টি জেলায় নির্বাচন হয়েছিল। প্রতিটি জেলায় রয়েছে ১৪টি আসন। সবমিলিয়ে ২৮০টি আসনে লড়াই ছিল মূলত গুপকর জোট বনাম বিজেপি। ফল প্রকাশের পর দেখা যাচ্ছে, ১১০টি আসনে জয়ী হয়েছে জোট প্রার্থীরা। অন্যদিকে, একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে মোদি-শাহর বিজেপি। মোট ৭৪টি আসনে জয় পেয়েছে গেরুয়া শিবির। এরমধ্যে রয়েছে জম্মু, উধমপুর, সাম্বা, কাটুয়া, ডোডার সিংহভাগ আসন। আসনের নিরিখে এরপরেই রয়েছে নির্দল প্রার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৯টি আসন দখল করেছে তারা। কংগ্রেস জিতেছে ২৬টি আসনে। বেশ কয়েকটি আসনে ফলাফল আসা এখনও বাকি রয়েছে।
সদ্য সমাপ্ত নির্বাচনে গেরুয়া শিবিরের প্রভাব বাড়ার প্রমাণ মিললেও তাতে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিরোধী জোট। ফলাফল পরিষ্কার হতেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন ন্যাশনাল কনফারেন্সের সহ সভাপতি ওমর আবদুল্লা। শ্রীনগরে দলের সদর দপ্তরে কর্মীদের উদ্দেশে তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের মানুষ ৩৭০ ধারা খারিজের সিদ্ধান্তকে সমর্থন করেননি। জেলা উন্নয়ন পর্ষদের নির্বাচনে গুপকর জোটের ফলাফল সেটাই পরিষ্কার করে দিয়েছে। বিজেপি এই হার হজম করতে পারছে না। তাই পিঠ বাঁচাতে ওরা বলছে, জম্মু ও কাশ্মীরে গণতন্ত্রের জয় হয়েছে।
তবে গুপকার জোট যাই বলুক না কেন, স্থানীয় নির্বাচনের ফলাফলে উচ্ছ্বসিত গেরুয়া শিবির। একদিকে, একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে তারা। অন্যদিকে, উপত্যকাতেও এবার ফুটেছে পদ্মফুল। সবমিলিয়ে বেজায় খুশি বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের কথায়, বিজেপি সাড়ে চার লক্ষেরও বেশি ভোট পেয়েছে। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি এবং কংগ্রেসের ভোট মেলালেও এর ধারেকাছে পৌঁছবে না। একক বৃহত্তম দল হয়েছে বিজেপি। কাশ্মীরের সন্ত্রাস কবলিত এলাকাগুলিতে পূর্ববর্তী নির্বাচনের তুলনায় অনেক বেশি ভোট পড়েছে। সবমিলিয়ে জঙ্গি, মৌলবাদী এবং বিচ্ছিন্নতাবাদীদের গালে সপাটে চড় বসিয়েছেন জম্মু ও কাশ্মীরের মানুষ।
কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতায় একজোট হয়ে প্রতিবাদ জানাতে এবং বিশেষ মর্যাদা ফেরাতে গুপকর জোট (Gupkar Alliance) তৈরি হয়েছিল। তাতে ন্যাশনাল কনফারেন্স ও পিডিপি সহ প্রায় ১০টি রাজনৈতিক দলের হাত মিলিয়েছে। উপত্যকার মানুষের মন বুঝতে এই নির্বাচনকেই পাখির চোখ করেছিল নেতৃত্ব। কিন্তু, স্থানীয় ভোটে জোট গড়ে লড়াই করা মোটেই সহজ ছিল না বলে মনে করেন গুপকর জোটের চেয়ারপার্সন ফারুখ আবদুল্লা (Farooq Abdullah)। তাঁর কথায়, কিন্তু জম্মু ও কাশ্মীরের মানুষের কথা ভেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।