দেশ বিভাগে ফিরে যান

জিএসটির নয়া নিয়মে তীব্র আপত্তি ব্যবসায়ীদের, এখন ৫০ লক্ষের বেশি বার্ষিক আয়ে করের ১ শতাংশ মেটাতে হবে নগদে

December 26, 2020 | < 1 min read

কিছু ক্ষেত্র ছাড়া ৫০ লক্ষ টাকার বেশি বার্ষিক আয়ের ব্যবসায়ীকে দেয় করের ১ শতাংশ মেটাতে হবে নগদে। সম্প্রতি জিএসটির ক্ষেত্রে এই নতুন নিয়ম (রুল ৮৬বি) চালু করেছে পরোক্ষ কর পর্ষদ। পাশাপাশি জিএসটির নিয়ম সংশোধন করে বলা হয়েছে, যে সব পণ্য লেনদেনের জন্য রিটার্ন ফর্ম (জিএসটিআর-৩বি) পূরণ করে কর মেটানো হয়নি, সেগুলির উল্লেখ জিএসটিআর-১ ফর্মে করা যাবে না। এবার এর বিরুদ্ধেই সরব হল ব্যবসায়ী সংগঠনগুলি। নতুন নিয়মটি এখনই চালু না করতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে চিঠি দিয়েছে কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)।

সিএআইটি-র সেক্রেটারি জেনারেল প্রবীণ খণ্ডেলওয়াল বলেন, ‘করোনার কারণে এমনিতেই ব্যবসায়ীরা আর্থিক সমস্যায় রয়েছেন। নতুন নিময় চালু হলে জিএসটির হিসেব দাখিলের খরচ এবং জটিলতা বাড়বে। তাই তা আপাতত স্থগিত রাখার আর্জি  জানিয়েছি।’ বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনসও। সংগঠনের সভাপতি সুশীল পোদ্দারের অভিযোগ, ‘এক শ্রেণির অসাধু ব্যবসায়ীকে শায়েস্তা করতে গিয়ে সমস্ত ছোট ব্যবসায়ীকে সমস্যার মধ্যে ফেলা হয়েছে। অসাধুদের ধরতে না পারার ব্যর্থতার খেসারত সৎ ব্যবসায়ীদের ওপর চাপাচ্ছে কেন্দ্র।’

TwitterFacebookWhatsAppEmailShare

#GST, #CAIT

আরো দেখুন