এবার থেকে প্রতি সপ্তাহে বদল করা হবে রান্নার গ্যাসের দাম ? জোড় জল্পনা
রান্নার গ্যাস নিয়ে বড় বদল হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাব পরবে অন্দরমহলেই ৷ মনে করা হচ্ছে খুব শীঘ্রই এলপিজি সিলিন্ডারের দাম প্রতি সপ্তাহে রিভাইস করা হবে ৷ ডিসেম্বর মাসে এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ১০০ টাকা বেড়ে গিয়েছে ৷
ডিসেম্বর মাসে এলপিজি গ্যাসের দাম দু’বার রিভাইস করা হয়েছে ৷ প্রথম ১ ডিসেম্বর এবং দ্বিতীয় বার ১৫ ডিসেম্বর ৷ আন্তর্জাতিক বাজারে তেলের দাম এবং ফরেন এক্সচেঞ্জ রেটের উপর নির্ভর করে এলপিজি-র দাম নির্ধারিত করা হয় ৷ সূত্রের খবর, এবার থেকে প্রতি সপ্তাহে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম রিভাইস করা হবে ৷ প্রতি সপ্তাহে রিভাইস করা হলে একবারে অনেকটা করে দাম বাড়বে না ৷ ফলে সাধারণ মানুষের সমস্যাও কম হবে ৷ তবে এখনও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি ৷
পেট্রোল ও ডিজেলের দাম যেমন প্রতিদিন সকাল ৬টায় বদল করা হয়, একই ভাবে এবার থেকে গ্যাস সিলিন্ডারের দাম বদলাতে পারে প্রতি সপ্তাহে ৷ বর্তমানে দিল্লিতে ১৪.২ ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারে দাম ৬৯৪ টাকা ৷ মুম্বইয়েও দাম ৬৯৪ টাকা ৷ কলকাতায় ৭২০.৫০ টাকা, চেন্নাইয়ে ৭১০ টাকা ৷ এলপিজি সিলিন্ডারের দাম শেষ বার ১৫ ডিসেম্বর বৃদ্ধি করা হয়েছিল ৷ ৫ কিলোগ্রাম সিলিন্ডারের দামও ১৮ টাকা করে বাড়ানো হয়েছে৷ ১৯ কিলোগ্রাম কর্মাশিয়াল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৩৬.৫০ টাকা প্রতি সিলিন্ডারে বৃদ্ধি করা হয়েছে ৷ কেন্দ্র সরকার বছরে ১২টি সিলিন্ডারে ভর্তুকি দিয়ে থাকে ৷