প্রধানমন্ত্রীর অসত্যবচন – ধরিয়ে দিলো তৃণমূল
দিল্লিতে আন্দোলনরত হাজার-হাজার কৃষক। তাঁদের একটাই দাবি – কেন্দ্রীয় সরকার নিজেরের কালা কৃষি আইন প্রত্যাহার করুক। কিন্তু, গতকাল যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) নিজের বক্তব্য শুরু করলেন, তার কথা ঘুরেফিরে সেই পশ্চিমবঙ্গে এসে আটকে গেলো, আর যা বললেন, তার বহুলাংশ যে অসত্য – চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো তৃণমূল।
তৃণমূল কংগ্রেস সাংসদ ও রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’ Brien) টুইট করে তুলে ধরেন আসল তথ্য।
প্রধানমন্ত্রী প্রথম দাবি করেন যে কৃষকদের আয়ের ক্ষেত্রে বাংলা নাকি ভারতবর্ষের ২৯টি রাজ্যের মধ্যে ২৪তম ও ‘নাবার্ড’-(NABARD) এর তথ্য অনুযায়ী নাকি বাংলায় কৃষকদের মাসিক আয় নাকি মাত্র ৬৮৬০ টাকা (বার্ষিক ৮২,৩৮০ টাকা)
আসল তথ্য হলো যে ২০১১ থেকে ২০২০-র মধ্যে বাংলায় কৃষকদের আয় বেড়েছে তিনগুণ! ২০১১-এ যেখানে বাংলার কৃষকদের বার্ষিক আয় ছিলো ৯০,০০০ টাকা, তা ২০২০-তে হয়েছে ২ লক্ষ ৯১ হাজার টাকা।
প্রধানমন্ত্রী আরো দাবি করেন যে কৃষি সেচের ক্ষেত্রে বাংলা নাকি ২৪তম জায়গায় ও রাজ্যের ৫৫% জমিতে নাকি জল পৌঁছে যায়।
এদিকে ভারত সরকারের তথ্য বলে, বাংলার ৫৮.৮২% জমি সিঞ্চিত (২০১৪-১৫)। সারা ভারতের ২৯টি রাজের মধ্যে বাংলার স্থান ৫ম-এ।
গুজরাট (৪৭%), মধ্য প্রদেশ (৪৩%), রাজস্থান (৪১%), কর্ণাটক (৩৪%), মহারাষ্ট্র (১৮%) -র রাজ্যগুলি বাংলার অনেক নিচে আছে।