কৃষিজ শিল্পের পার্ককে স্বাগত জানালো সিঙ্গুরবাসী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সিঙ্গুরে(Singur) কৃষিজ শিল্প পার্ক(Agricultural Industrial Park) ঘোষণার পর থেকেই কর্মসংস্থান(Employment Opportunities) ও উন্নয়নের(Development) জন্য এই সিদ্ধান্তে হবে বলে আনন্দের রেশ সিঙ্গুর জুড়ে।
এই পার্ক তৈরি হবে ২ নম্বর জাতীয় সড়কের ধারে ১১ একর জমির ওপর। এজন্য কোনও জমি অধিগ্রহণ করা হবে না। বাম আমলে অনিচ্ছুক কৃষকদের জমি গায়ের জোরে কেড়ে নিয়ে ছোট গাড়ির কারখানা তৈরির বিরুদ্ধে শুরু হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন ২০১১ সালে বাম সরকারকে উৎখাত করে। ২০১৬ সালে সুপ্রিম কোর্টের রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় শুধু যে ঐ কৃষকদের জমি ফিরিয়ে দিয়েছিল, তাই নয়, তাদের সমস্তভাবে সাহায্য করে চলেছে।
এই পার্ক কৃষকদের দুভাবে সাহায্য করবে। এখানে কৃষিজ উতপন্ন তারা ভালো দামে বিক্রি করতে পারবে এবং এখানকার যুবকরা এই পার্কে চাকরি পাবে।
এখানকার এক কৃষক, সুশান্ত বাগুই বলেন, আমরা সরকারের এই সিদ্ধান্তে খুব খুশি। সরকার কৃষি ও শিল্পকে সমান গুরুত্ব দিচ্ছে। আমরা এই পার্ক তৈরিতে সবরকম সহযোগিতা করবো। এই সিদ্ধান্তের বিরোধীতা করে যে সমস্ত রাজনৈতিক দল কুৎসা করছে, তাদের উদ্দেশ্যে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সিঙ্গুরের উন্নয়ন সম্বন্ধে কিছু জানে না। যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসে ২০১১ সালে, এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল। এরপর সুপ্রিম কোর্ট রায় দেয় বাম আমলের সিঙ্গুর কৃষি জমি হস্তান্তর অবৈধ ছিল। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় জমি ফেরত দেন এবং কৃষকদের মাসে ২ হাজার করে টাকা দেওয়া হচ্ছে এবং বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে।
আরেক কৃষক নবকুমার ঘোষ বলেন, সরকার সঠিক উদ্যোগ নিয়েছে। বাংলার ফসলের কেন্দ্রে এই শিল্প হওয়াই বাঞ্ছনীয়। এখানে বিনিয়োগকারীরা আসতে আগ্রহী হবেন কারণ এখানে কাঁচা মাল সহজে পাবেন।