রাজ্য বিভাগে ফিরে যান

নাগরিকত্ব নিয়ে অবস্থান পরিষ্কার করুক বিজেপি, বিড়ম্বনা বাড়ালেন শান্তনু

December 27, 2020 | 2 min read

ছবি: নিজস্ব

বিধানসভা ভোটের প্রাক্কালে বিজেপির(BJP) বিড়ম্বনা বাড়ালেন বনগঁার(Bongaon) সাংসদ শান্তনু ঠাকুর(Shantanu Thakur)। নাগরিকত্ব(CAA) ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর বলেন, বোলপুরে(Bolpur) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যা বলেছেন সেটা তাঁর ব্যক্তিগত মতামত হতে পারে। ওঁর কথায় নাগরিকত্ব দেওয়ার বিষয়টি পরিষ্কার হয়নি। এতে বৃহত্তর মতুয়া (Maria) সমাজ হতাশ। আমরা চাই আগামী দিনে উনি উদ্বাস্তু সমাজের মধ্যে এসে অবস্থান পরিষ্কার করুন। 
গত সপ্তাহে বোলপুরে এসেছিলেন অমিত শাহ। সেখানে জনসভা শেষে অমিত শাহ বলেছিলেন, করোনা পরিস্থিতি কাটলে নাগরিকত্ব দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সে প্রসঙ্গে এদিন শান্তনু বলেন, উনি যা বলেছেন, তা আমাদের সমাজের জন্য ঠিক নয়। রাজনৈতিক দিক থেকে দেখলে নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর করা গুরুত্বপূর্ণ বিষয়। মতুয়া মহাসঙ্ঘ দীর্ঘদিন ধরে নাগরিকত্বের দাবি করে আসছে। বহু রাজনৈতিক দল এসে নাগরিকত্বের আশ্বাস দিয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি। তাই মতুয়া সমাজ বিজেপির উপর আশা রেখেছে। কারণ, তারা লোকসভায় সিএএ পাশ করিয়েছে। এখানেই থেমে থাকেননি শান্তনুবাবু। তিনি আরও বলেন, সবাই ভেবেছিল সিএএ দ্রুত কার্যকর হবে। কিন্তু তার মধ্যে (স্বরাষ্ট্রমন্ত্রীর) এমন বক্তব্য মতুয়া সমাজের কাছে নিরাশাজনক। তবে ওঁর এই বিষয়টি আরও পরিষ্কার করা উচিত।
 বিধানসভা ভোটের আগে সিএএ কার্যকর না হলে সেক্ষেত্রে রাজ্য রাজনীতিতে কী প্রভাব পড়তে পারে? উত্তরে শান্তনু বলেন, সিএএ কার্যকর না হলে তার নানা প্রভাব রয়েছে। তবে তা কেমন, তা আমার পক্ষে এই মুহূর্তে পরিষ্কার করে বলা সম্ভব নয়। শুধুমাত্র রাজনীতি করতে তিনি ভোটে দাঁড়াননি বলেও মন্তব্য করেছেন বিজেপির এই সংসদ সদস্য। মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতির কথায়, বৃহত্তর মতুয়া সমাজের দাবি মেনে আমি ভোটে দাঁড়িয়েছি। আমার কাছে দল বড় নয়, মতুয়া সমাজের মানুষ বড়। আমি সিএএ কার্যকরের দাবিতে রাজনীতিতে এসেছিলাম। আমার সমাজের মানুষ ভারতবর্ষের নাগরিক হবে সেটাই আমার প্রথম চাওয়া। সেই জায়গা থেকে মানুষ বঞ্চিত হলে তাঁরা সকলে মিলে সিদ্ধান্ত নেবেন। সিএএ কার্যকর না হলে শান্তনুর তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে নানা মহলে জল্পনা ছড়িয়েছে। সেই বিষয়ে তাঁর বক্তব্য, আমি নোংরা রাজনীতি খেলার লোক নই।

TwitterFacebookWhatsAppEmailShare

#CAA, #Amit shah, #bjp, #Shantanu thakur, #Bongaon

আরো দেখুন