রাজ্য বিভাগে ফিরে যান

পদমর্যাদা জলাঞ্জলি দিয়ে বিজেপির জন্য ভোট চাইলেন ধনকড়

December 27, 2020 | < 1 min read

রবিবার সকালে জোকার(Joka) কাছে স্বায়ীনারায়ণ মন্দির দর্শন করতে যান রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankhar)। সেখানে তিনি ২০২১এ পশ্চিমবঙ্গে(West Bengal) বিজেপি সরকার (BJP Govt) গড়ার আহ্বান জানালেন। কোনোরকম রাখঢাক না করে সরাসরি বিজেপির হয়ে ভোট চাইলেন রাজ্যপাল। রাজ্যপাল এদিন বলেন একজন সুপ্রশাসক ধর্মে আস্থা রেখে প্রশাসন চালাবেন। সকলের ভরণপোষণ প্রয়োজন। সকলের উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সবজি সবই সহজলভ্য হওয়া দরকার। এ আমাদের দেশের বহুদিনের পরম্পরা। রাজ্যপাল এদিন সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে বলেন, সংবাদমাধ্যম হল গণতন্ত্রের চতুর্থ স্তস্ত। দেশের গণতন্ত্র রক্ষার দায়িত্ব সংবাদমাধ্যমেরও। ২০২১ সালে বাংলার বিধানসভা নির্বাচনের দিকে তাকে গোটা দেশ। রাজ্যপালের আবেদন, এই নির্বাচন যেন শান্তিপূর্ণ হয়। কোথাও যেন কোনো হিংসাত্মক ঘটনা না ঘটে। রাজ্যপাল আরো বলেন ২০২১ সাল হল অত্যন্ত গুরুত্বপূর্ণ! বাংলাকে নতুনভাবে গড়ে তোলার শপথ নিতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jagdeep Dhankhar, #bjp, #Joka, #votes

আরো দেখুন