রাজ্য বিভাগে ফিরে যান

নোট-ভোট দুই চাইলেন কৈলাশ বিজয়বর্গী!

December 27, 2020 | < 1 min read

ঘটনাস্থল শহরের একটি পাঁচতারা হোটেল। শনিবারের হাফ ছুটির কলকাতায় বিজেপি পন্থীদের (pro-Bjp) সান্ধ্যকালীন অনুষ্ঠান। মূলত মাড়ওয়ারি সমাজ ( Marwari society)। সেখানে নিজের কাছের লোকেদের দেখে বীর-বিক্রমে বুক ফুলিয়ে কৈলাশ ( Kailash Vijaybargi) বোমা ফাটালেন। কোনও রাখঢাক না করেই বললেন কলকাতার মাড়ওয়ারিরা নাকি নোট দেয়, কিন্তু ভোট দেয় না বিজেপিকে। এবার আমি বলছি, মাড়ওয়ারিরা আমাদের নোট দেবেন, ভোটও দেবেন।

শনিবারের তাজ বেঙ্গলে বিজেপি পন্থীদের আলোচনার বিষয় ছিল বাংলার পুনর্গঠন। লক্ষ্যণীয় হলো এই সভায় দেখা যায়নি দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। বক্তারা আলোচনা করেন। কিন্তু পরিহাসের বিষয় হলো কোনও বক্তাই বাংলার পুনর্গঠন নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি।

তবে বক্তাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন মধ্যপ্রদেশের নেতা কৈলাশ বিজয়বর্গী। তিনি বলতে উঠে বলেন, আমি তো শুনেছি কলকাতার মাড়ওয়ারিরা আমাদের নোট দেন, ভোট দেন না। এরপর রীতিমতো দাবি জানিয়ে খোলাখুলি বলেন, ‘ইসবার নোট ভি দেঙ্গে, ভোট ভি দেঙ্গে।’ আশ্চর্যের বিষয় হলো, শহরের নাগরিকদের নিয়ে বৈঠকে কোথায় বাংলার কথা বলা হবে, সেখানে দেখা গেল টাকা আর ভোট নিয়ে কথা! আর সে নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক তরজা। বিজেপি নেতার প্রকাশ্যে টাকা চাওয়ার ঘটনায় দলও অস্বস্তিতে। সভায় যাওয়া বিশিষ্টরাই মুখ খুলে বলছেন, বাংলার রাজনীতিতে টাকা আর টাকা দিয়ে দল বদল আইনি করে ফেলতে চায় বিজেপি। রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিকে নিচে নামাচ্ছে দেশের সবচেয়ে বড় দল।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Kailash Vijayvargiya

আরো দেখুন