দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

শুভেন্দুকে উপসর্গহীন ভাইরাস’ বলে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

December 27, 2020 | < 1 min read

ছবি : অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিরোধীদের আক্রমণের নিশানায় যুব তৃণমূল (TMYC) সভাপতি তথা ডায়মন্ড হারবারের (Diamond harbour) তৃণমূল(TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যয়(Abhishek Banerjee)। বিজেপিতে (BJP)যোগ দিয়েই ‘তোলাবাজ ভাইপো হঠাও’ এর ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। সেই কটাক্ষের জবাব নিজের কেন্দ্রে দাঁড়িয়েই শুভেন্দুকে দিলেন অভিষেক। রাজ্যের দলত্যাগী প্রাক্তন মন্ত্রীকে ‘উপসর্গহীন ভাইরাস’ বলে তুলোধনা করলেন যুব তৃণমূল সভাপতি।

কী বললেন অভিষেক

১.  ‘এই মাঠে বিজেপি সভাপতি জে পি নাড্ডার সভায় কত লোক হয়েছিল। বড়জোর ৪৫০-৫০০। কিন্তু একই মাঠে আজ তিল ধারণের জায়গা নেই। তাই ঘাটতি ঢাকতেই কনভয়ে হামলার অভিযোগকে বড় করে দেখানো হচ্ছে।’
২. ‘যাঁরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তাঁরাই ওই কনভয়ে ছিল বিজেপি সভাপতির সঙ্গে। তাই মানুষের রাগের বহিপ্রকাশ ঘটেছে। এছাড়া কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ক্ষোভ থেকেই কনভয়ে প্রতিবাদ ইঁট মেরেছে দু-একটা। আমি বলব, ইঁট মেরে নয়, ইভিএমে জবাব দিন।’

TwitterFacebookWhatsAppEmailShare

#suvendu adhikari, #tmc, #Abhishek Bannerjee, #bjp

আরো দেখুন