রাজ্য বিভাগে ফিরে যান

সাংবিধানিক পদে বসে কেন্দ্রের মালিকদের তোষামোদ করছেন রাজ্যপালঃ কটাক্ষ তৃণমূলের

December 28, 2020 | < 1 min read

হেন দিনই রাজ্যপাল ধানকরকে (Jagdeep Dhankar) রাজ্যের আইন- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ করতে শোনা যায়। আজও টুইট করে তিনি বলেন, “রাজ্যের পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে। এভাবে চলতে থাকলে ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্থ হবে গণতন্ত্র”। তিনি তাঁর টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং সুরজিত কর পুরকায়স্থকেও ট্যাগ করেন।

এবার রাজ্যপালের টুইটের কড়া ভাষায় জবাব দিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন (Derek O’ Brien)। তিনি বললেন, “সাধারণভাবে আমি আপনাকে এড়িয়ে চলতেই পছন্দ করি। যথেষ্ট হয়েছে। আপনি আপনার মালিকদের শব্দে কথা বলা বন্ধ করুন। সাংবিধানিক পদে বসে আপনি সেই পদের অপমান করছেন। বাংলার আতিথিয়তা প্রতিনিয়ত গ্রহণ করে আপনি সেই বাংলাকে অপমান করছেন! মালিকদের তোষামোদ করতে কোন কারণ ছাড়াই বাংলাকে ছোট করছেন। আপনার আচরণ লজ্জাজনক!”

এদিন প্রধানমন্ত্রীকেও (Narendra Modi) তাঁর ভিডিও কনফারেন্সের ভাষণ নিয়ে একহাত নেন সাংসদ। প্রধানমন্ত্রীকে টুইটে হুশিয়ারি দিয়ে তিনি লেখেন, “প্রধানমন্ত্রী কি বাংলাকে নিয়ে আতঙ্কে আছেন! আপনার সব ভাষণে বাংলা বাংলা কেন? আজও আপনি তাই করলেন। ভালো করে শুনে রাখুন। প্রথমে কৃষি বিল তুলে নিন, তারপর কৃষক এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে আসবেন। তার আগে না”।

TwitterFacebookWhatsAppEmailShare

#Derek O Brien, #Jagdeep Dhankhar

আরো দেখুন