হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

রাজনীতিতে সৌরভ? জল্পনা তুঙ্গে

December 28, 2020 | < 1 min read

রাজনীতিতে তিনি কি পা রাখবেন, নাকি অন্য কোনোভাবে তাঁর উদয় হবে? সেই নিয়ে সমানে জল্পনা চলছিলই। আর রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে সাক্ষাতের পর সেই আগুনে ঘি পড়েছে। বিসিসিআই সভাপতি তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) অবস্থান নিয়ে সরগরম রাজনৈতিক মহল।

রাজ্যে বিধানসভা নির্বাচনে সৌরভকে তুলে ধরা হতে পারে বলে বিজেপি মহলে আগেই জল্পনা ছিল। সম্ভাব্য ‘মুখ’ হিসাবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) থেকে শুরু করে সাংসদ স্বপন দাশগুপ্ত, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) প্রমুখের নামও অনেক দিন ধরেই ঘুরছে। সর্বশেষ তার সঙ্গে যুক্ত হয়েছে সাংসদ ও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়ের নামও। অন্য দিকে, রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargiya) আগেই জানিয়ে রেখেছেন, বিধানসভা ভোটের আগে দল কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরবে না।

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্মন্ত্রী অমিত শাহ সমাবেশে এসে বলে গিয়েছিলেন, বাংলার কোনও ভূমিপুত্রহ বিজেপি-তে বাংলার মুখ্যমন্ত্রীর মুখ হবেন। সেই কথা বলার কয়েকদিনের মধ্যেই রাজভবনে সৌরভের যাত্রা নিয়ে অনেকেই নানা জল্পনার রং মেশাচ্ছিলেন। কিন্তু তিনি যেভাবে বাপি বাড়ি যা ঢঙে ওই প্রসঙ্গটি ওড়ালেন, তাতেও একটি প্রশ্ন উঠছে। তবে, দলের একাংশের মতে, রাজ্য বিজেপির কোন্দল এড়াতে এটা হতে পারে ‘উপযুক্ত দাওয়াই’।

কিন্তু, প্রাক্তন অধিনায়কের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তিনি রাজনীতিতে আসতে ইচ্ছুক নন। ক্রিকেট নিয়েই থাকতে চান বেহালার মহারাজ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sourav Ganguly, #Jagdeep Dhankhar

আরো দেখুন