রাজ্য বিভাগে ফিরে যান

তাজপুরে বন্দর, প্রকাশিত বিজ্ঞাপন

December 28, 2020 | < 1 min read

ছবি সৌজন্যেঃ tripadvisor.in

কোভিড(COVID19) অতিমারীর কারণে যখন দেশে ত্রাহি ত্রাহি অবস্থা, বিশ্ববাজারে আর্থিক ধস, দেশের প্রতি মানুষ আতঙ্কে আছেন কাজ হারানোর ভয়ে, ঠিক তখনই একগুচ্ছ বিনিয়োগ এবং কর্মসংস্থানের লক্ষ্যে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

তাজপুর(Tajpur) গভীর সমুদ্র বন্দর তৈরির জন্য আজ কাগজে বিজ্ঞাপন দিল পশ্চিমবঙ্গ সরকার(West Bengal)। ইচ্ছুক শিল্পপতিরা যোগাযোগ করলেই শুরু হবে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের কাজ। এতে প্রাথমিক বিনিয়োগ হবে ৪,২০০ কোটি টাকা। এই প্রকল্পে কোনও জমি অধিগ্রহণ করা হবে না। মোট ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে এই প্রকল্পে। সরাসরি ২৫ হাজার মানুষের কাজ হবে।

এই প্রকল্পে উপকৃত হবেন দুই মেদিনীপুর(Medinipur), ঝাড়গ্রাম(Jhargram), পুরুলিয়া(Purulia) ও বাঁকুড়া(Bankura) জেলার মানুষ। বর্তমানে দেশের ১৩ শতাংশ লোহা ও ইস্পাত রপ্তানি হয় বাংলা থেকে, এই বন্দর হলে তা আরও বাড়বে। খড়গপুরে বাড়বে ইস্পাত শিল্প ও রপ্তানি। বাড়বে সি ফুড রপ্তানি। মৎস্যজীবীদের পাশাপাশি উপকৃত হবে সাধারণ মানুষও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tajpur, #Advertisement, #west bengal government

আরো দেখুন