বিনোদন বিভাগে ফিরে যান

২০২০-তে চার হাত এক হল যাদের

December 30, 2020 | 2 min read

২০২০ সালটা পুরোটাই গেছে একে অপরের থেকে দূরে থেকে। তাই বলে প্রেমকে কি আর দূরে ঠেলে রাখা যায়! অতিমারী, লকডাউনের দাপটে ছেদ পড়েছে সেলিব্রেশনে। তবুও, দমিয়ে রাখা যায়নি এদের। সমস্ত বিপত্তিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে প্রেমের জয়গান গেয়েছেন এই জুটিরা। 

দেখে নেওয়া যাক এই বছর কোন কোন তারকাদের শুভ পরিণয় সমাপন হল

দীপঙ্কর দে- দোলন রায়

দীর্ঘ দিন লিভ-ইন রিলেশনে ছিলেন এই তারকা যুগল। এ বছর ১৬ জানুয়ারি বিয়ে করেন। পারিবারিক বন্ধুদের উপস্থিতিতে এক হোটেলে বসেছিল বিয়ের আসর।

মল্লিকা মজুমদার- সৌমেন হালদার

ভালোবাসার দিন ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন মল্লিকা- সৌমেন।

মানালি দে- অভিমন্যু মুখোপাধ্যায়

এ বছর ৯ আগস্ট গাঁটছড়া বাঁধেন মানালি- অভিমন্যু। লকডাউনের মাঝেই আইনি বিয়ে সেরে ফেলেন এই জুটি।

অনির্বাণ ভট্টাচার্য- মধুরিমা গোস্বামী

২৬ নভেম্বর দীর্ঘদিনের বান্ধবী মধুরিমার সাথে সাত পাকে বাঁধা পড়েন টলিউডের হার্টথ্রব অনির্বাণ। লাল পাঞ্জাবি এবং লাল শাড়িতে বেশ মানিয়েছিল যুগলকে।

গৌরব চট্টোপাধ্যায়- দেবলীনা কুমার

৯ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন মহানায়কের পৌত্র গৌরব এবং দেবলীনা। বৈদিক মতে কন্যা সম্প্রদান ছাড়াই সম্পন্ন হয় এই তারকাদের বিয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#marriage, #Tollywood

আরো দেখুন