বোলপুরের গ্রামে গিয়ে আদিবাসীদের সাথে কথা বললেন মুখ্যমন্ত্রী, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি
মা মাটি মানুষের সরকার। তাই বারবার জেলা সফরে গিয়ে মাটির মানুষের কাছে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বোলপুরে গিয়েও তাই করলেন তিনি। রাঙা মাটির গ্রামে আদিবাসীদের পাড়ায় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে আদিবাসী পরিবারদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব অভিযোগ সম্পর্কে জানতে চান। তাঁরাও মন খুলে নিজেদের অভাব অভিযোগের কথা জানান। দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা তাঁরা পাচ্ছেন কিনা সেটা জানতে চান। বেশ কিছুক্ষণ আদিবাসী গ্রামে সময় কাটান মুখমন্ত্রী। বাথরুম না থাকার অভাব পূরণের প্রতিশ্রুতি দেন তিনি।
বোলপুরের গ্রামে মমতা
ফের দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে নিয়ে গ্রামে আম জনতার দরবারে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে বোলপুরের কাছে বল্লভপুরের গ্রামে আদিবাসী পাড়ায় ঢুকে পড়েন মমতা। সেখানে আদিবাসী মহিলাদের সঙ্গে কথা বলেন। তাঁরা দুয়ারে সরকার প্রকল্পের কতটা সুবিধা পাচ্ছেন তা জানতে চান। আদিবাসী পাড়ার মহিলারা মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে নিজেদের অভাব অভিযোগের কথা জানান। বাথরুম নেই গ্রামে। খোলা পুকুরে স্নান করতে হয় গ্রামের মেয়েদের অভিযোগ করেন আদিবাসী মহিলারা। সঙ্গে সঙ্গে গ্রামে বাথরুম তৈরির নির্দেশ দেন মমতা। তিনি আধিকারিকদের বলেন কাল থেকেই যেন এই আদিবাসী পাড়ায় বাথরুম নির্মাণের কাজ শুরু হয়ে যায়।
জনতার দরবারে মমতা
গ্রামে গ্রামে হেঁটে ঘুরে বেরানো নতুন কিছু নয়। জনতার কাছে পৌঁছতে এবারে গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছেন তিনি আগেও। দুয়ারে সরকার কর্মসূচির ঘোষণা করেই মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন বাঁকুড়ার আদিবাসী গ্রামে। সেখানে আদিবাসী ঘরে উঠোনে বসে সরকারের একাধিক কর্মসূচির সুবিধা তাঁরা পাচ্ছেন কিনা খোজখবর নেন। তাঁদের সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়ে গবেষণা করেন।
দুয়ারে সরকারের সাফল্য
জনতার ঘরে ঘরে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি পৌঁছে দিতে দুয়ারে সরকার কর্মসূচি ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা বিপুল সাফল্য পেয়েছে গোটা রাজ্যে। ১ কোটিরও বেশি মানুষ দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা নিয়েছেন। শহরে, গ্রামে সর্বত্র ক্যাম্প করে দুয়ারে সরকার কর্মসূচি করেছে রাজ্য সরকার। তাতে স্বাস্থ্যসাথী,কন্যাশ্রী , রূপশ্রী থেকে শুরু করে যুবশ্রী একাধিক প্রকল্পের কথা সাধারণ মানুষকে জানানো হয়েছে. যাঁরা এই সুবিধা পাননি তাঁদের সেই সুবিধা দেওয়ার জন্য নাম নথিভুক্ত করা হয়েছে।
পাড়ায় পাড়ায় সমাধান
দুয়ারে সরকার প্রকল্পের সাফল্যের পর এবার পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বোলপুরে প্রশাসনিক সভা থেকে এই কর্মসূচির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাড়ায় পাড়ায় গিয়ে এই সরকারি প্রকল্পের প্রচার করা হবে। কোথাও কোনও সমস্যা থাকলে তার সমাধান করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।