কাকতালীয়? নতুন স্ট্রেন মিললো আমলার বিলেতফেরত ছেলের দেহে!
রাজ্যে প্রথম ব্রিটেনফেরত একজনের শরীরেই প্রথম ধরা পড়ে করোনাভাইরাসের জীবাণু(CoronaVirus)। তিনি ছিলেন রাজ্যের এক শীর্ষ আমলার ছেলে। কাকতালীয় হলেও নতুন স্ট্রেনও ধরা পড়ল ব্রিটেনফেরতের শরীরেই। তিনি আবার এক স্বাস্থ্যকর্তার ছেলে।
ব্রিটেনে(Britain) করোনার সেই নতুন স্ট্রেন(New Strain) বা প্রজাতি এ বার ধরা পড়ল কলকাতাতেই(Kolkata)। রাজ্যের এক স্বাস্থ্যকর্তার ছেলের শরীরে নতুন এই প্রজাতির ভাইরাসের উপস্থিতি মিলেছে বলে জানা গিয়েছে। শহরে এই প্রথম শনাক্ত হলেন নতুন এই প্রজাতির করোনা রোগী।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রাজ্যের এই স্বাস্থ্যকর্তার ছেলে সম্প্রতি ব্রিটেন থেকে ফিরেছিলেন। তিনি উপসর্গহীন ছিলেন। কিন্তু নতুন প্রজাতির এই করোনা ভাইরাস যেহেতু ব্রিটেনেই সবচেয়ে বেশি ছড়িয়েছে, তাই তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। তখনই তাঁর শরীরে নয়া প্রজাতির ভাইরাসের জীবাণুর উপস্থিতি ধরা পড়ে।
প্রায় সঙ্গে সঙ্গেই তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, সম্পূর্ণ আইসোলেশনে রাখা হয়েছে ওই রোগীকে। এই ভাইরাসের চরিত্র যেহেতু এখনও প্রায় অজানা, তাই সাধারণ করোনা ওয়ার্ডে রাখা হয়নি তাঁকে। কী ভাবে তাঁর চিকিৎসা শুরু করা হবে, তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দফায় দফায় বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঠিক করছেন। স্বাস্থ্য দফতরের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে। স্বাস্থ্য দফতরও প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ করছে বলে জানা গিয়েছে।