দেশ বিভাগে ফিরে যান

২০২১ সালের সিবিএসই বোর্ড পরীক্ষা শুরু ৪ঠা মে,চলবে ১০ই জুন অবধি

December 31, 2020 | < 1 min read

২০২১ সালের সিবিএসই বোর্ড পরীক্ষা (দশম ও দ্বাদশ শ্রেণী) শুরু হবে ৪ঠা মে,চলবে ১০ই জুন অবধি, জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।

কিছুদিন আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ঘোষণা করেন যে এবার নিয়মিত সূচি মেনে ২০২১ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সিবিএসই বোর্ড পরীক্ষা (CBSE Board Exam 2021) আয়োজিত হবে না।

মঙ্গলবার শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে অনলাইন বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, এতদন পর্যন্ত জানুয়ারি মাসে প্র্যাকটিক্যাল এবং ফেব্রুয়ারি মাসে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার থিওরিটিক্যাল পরীক্ষা নেওয়া হয়েছে। কিন্তু কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে পাঠ্যসূচি সম্পূর্ণ করার লক্ষ্যে আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে বোর্ড পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।

শুধু তাই নয়, অনলাইন মাধ্যমেও বোর্ড পরীক্ষা নেওয়া সম্ভব নয় কারণ প্রত্যন্ত গ্রামাঞ্চলের বাসিন্দা বহু পড়ুয়া এখনও পর্যন্ত ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হওয়ায় ডিজিটাল প্ল্যাটফর্মে স্বচ্ছন্দ হতে পারেনি এবং সেই কারণেই অনলাইন পরীক্ষা দিতে অসমর্থ।

অনলাইন শিক্ষণ পদ্ধতির কথা মাথায় রেখে পাঠ্যসূচিতে আরও কাট-ছাঁট করা যায় কি না, সে সম্পর্কে বৈঠকে শিক্ষামন্ত্রীর উদ্দেশে প্রশ্ন করেন এক শিক্ষক। জবাবে মন্ত্রী বলেন, ইতিমধ্যেই সিবিএসসি ও দেশের অন্যান্য স্কুলবোর্ড পাঠ্যসূচির বেশ কিছু অংশ ছাঁটাই করেছে। এ ছাড়া, বোর্ডের পরীক্ষায় পরীক্ষার্থীদের পাঠ্যসূচির অন্তর্গত মাত্র ৩৩% প্রশ্নের উত্তর লিখতে দেওয়া হয়। তাই আসন্ন বোর্ড পরীক্ষার প্রেক্ষিতে ছাত্রদের পড়াশোনার ক্ষেত্রে এর আগেই যথেষ্ট নমনীয়তা দেখানো হয়েছে বলে জানান মন্ত্রী। তাঁর মতে, এর পরেও পাঠ্যক্রম হ্রাস করার কোনও অবকাশ নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#CBSE, #cbse board exams, #ramesh pokhriyal

আরো দেখুন