২৪ হাজার চিকিৎসক-কর্মীর ভাতা বাড়াল রাজ্য
বিভিন্ন মহলে দরবারও করেছিলেন বহু কর্মী। শুধু তাই নয়, বিভিন্ন রাজ্যের সঙ্গে বাংলার চুক্তিভিত্তিক কর্মীদের ভাতার তুলনা টেনে বছর কয়েক ধরে তুমুল সমালোচনাও চলছিল সোশ্যাল মিডিয়া ও কর্মীদের নিজস্ব আলাপচারিতায়। অবশেষে প্রায় ২৪ হাজার চুক্তিভিত্তিক(Contractual) চিকিৎসক(Doctors), টেকনোলজিস্ট(Technologist) ও বিভিন্ন ধরনের কর্মীর ভাতা বাড়াল রাজ্য(Bengal)। সরকার পাশাপাশি যাবতীয় সমালোচনার জবরদস্ত জবাবও দিল। এই কর্মীরা জাতীয় স্বাস্থ্য মিশনের (এনএইচএম) অধীনে স্বাস্থ্যদপ্তরের বিভিন্ন অফিস, সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে কর্মরত। নয়া সিদ্ধান্ত অনুযায়ী, কিছু পদে সর্বোচ্চ ২০ হাজার টাকাও ভাতা বেড়েছে। ৫, ১০, ১৫, ১৬, ১৭ হাজার টাকা ভাতা বেড়েছে বহু পদে। কিছুক্ষেত্রে ভাতা বেড়ে হয়েছে দ্বিগুণ। এমনকী এনএইচএম-এর এই কর্মীদের কাজ ও ভাতার মধ্যে সঙ্গতিবিধানও করা হল। চাকরির সূচনালগ্নের ন্যূনতম ভাতা বেঁধে দেওয়া হল। যেমন, চাকরি জীবনের শুরুতেই শুধুমাত্র এমবিবিএস পাশ ডাক্তারদের মাসিক ভাতা বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে। স্নাতকোত্তর ডিপ্লোমা থাকলে ৬৫ হাজার টাকা এবং এমডি-এমএস হলে ৭৫ হাজার টাকা। জীবনবিজ্ঞান ও জুলজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে চাকরির সূচনাতেই ভাতা হবে ৪৫ হাজার টাকা। ব্লক আশা ফেসিলিটেটরদের ভাতা বাড়িয়ে ৭৫০০ টাকা থেকে ১৫ হাজার টাকা করা হয়েছে। চতুর্থ শ্রেণীর অফিস অ্যাসিস্ট্যান্টদের ভাতা ৫০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১০ হাজার। সঙ্গতিবিধান প্রক্রিয়া হিসেবে বেশ কিছু পদের নতুন নাম দেওয়া হয়েছে। এক সরকারি নির্দেশনামায় স্বাস্থ্যদপ্তর(Health Dept) একথা জানিয়েছে। স্বাস্থ্যভবন(Swasthya Bhawan) ও নবান্ন(Nabanna) সূত্রের খবর, ২০২০-র ১ এপ্রিল থেকে নতুন ভাতা কার্যকর ধরা হবে এবং মিলবে নতুন বছরের গোড়াতেই।
কর্মচারী ও চিকিৎসকমহলের মধ্যে এই নির্দেশ ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকে স্বস্তি প্রকাশ করলেও পার্ট টাইম মেডিক্যাল অফিসার, পঞ্চায়েতের আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসারদের মতো বহু পদের কর্মী ও চিকিৎসক নয়া সিদ্ধান্তের সুফল না পাওয়ায় ক্ষোভ লুকিয়ে রাখেননি। নয়া নির্দেশে তাঁদের সব দাবি পূরণ হয়নি বলে ক্ষোভপ্রকাশ করেছেন এনএইচএম কর্মচারীদের অন্যতম সংগঠন ওয়েস্ট বেঙ্গল এনএইচএম জয়েন্ট অ্যাসোসিয়েশনও। সংগঠনের সভাপতি অঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, স্থায়ীকরণ হয়নি। অনেকের ইপিএফ চালু হয়নি। সূচনা লগ্নের ভাতা বহু ক্ষেত্রে ১০-১৫ বছর চাকরি করা কর্মীদের থেকে বেশি হচ্ছে। সেকারণে আমরা ৪ জানুয়ারি রাণী রাসমণি এভিনিউতে সমাবেশ ডেকেছি। সরকারি পদস্থ সূত্রের বক্তব্য, এই ২৪ হাজার কর্মীর মধ্যে ২০ হাজার কর্মীই কর্মরত। চার হাজার কর্মীর নিয়োগ প্রক্রিয়া চলছে। ভাতা বৃদ্ধি ও সঙ্গতিস্থাপন একটি ঐতিহাসিক পদক্ষেপ। ক্ষোভের কোনও শেষ নেই।