দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

কলকাতায় বিদ্যুৎ সরবরাহকারী প্রকল্পই দেশের সবথেকে জল সাশ্রয়ী

January 2, 2021 | < 1 min read

ছবি : প্রতীকী

দেশের মধ্যে সবথেকে জল সাশ্রয়ী প্রকল্প(Sashroyi Prokolpo) হিসেবে উঠেছে কলকাতায়(Kolkata) বিদ্যুৎ সরবরাহকারী প্রকল্পর নাম। 

৭৫০ মেগাওয়াটের বজবজ তাপবিদ্যুৎ কেন্দ্র (BudgeBudge Power Plant) আরও আধুনিক হয়ে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে আরও মুন্সিয়ানা দেখিয়েছে। যেখানে জাতীয় উচ্চসীমা ৩.৫ লিটার, সেখানে এই বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় মাত্র ২ লিটার। 

উৎপন্ন বাষ্পকে জলে রূপান্তরিত করা হয়। ১৯৯৭ সালে বজবজে প্রথম কেন্দ্র তৈরি হয় ২৫০ মেগাওয়াটের। এরপর আরও দুটি কেন্দ্র তৈরি হয় ১৯৯৯ ও ২০১০ সালে। গত দুই দশকে জলের সাশ্রয় অনেক বাড়ানো হয়েছে। 

অন্যান্য অনেক উদ্ভাবনী পদ্ধতি ব্যবহার করা হয়েছে জলের সাশ্রয় করতে। তবে সবথেকে উল্লেখযোগ্য পদ্ধতি হচ্ছে ড্রাই ফগ। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিকস্তরে স্বীকৃত এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন বজবজের তাপবিদ্যুৎ কেন্দ্রকে এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন গ্লোবাল অ্যাওয়ার্ডে(Energy And Environment Foundation Global Award) ভূষিত করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #power supply, #budge budge

আরো দেখুন