রাজ্য বিভাগে ফিরে যান

বহিরাগতরা বাংলাকে ছোট করছেন, মন্তব্য চন্দ্রিমার

January 3, 2021 | < 1 min read

বহিরাগতরা বাংলাকে ছোট করছেন, শনিবার এমনই মন্তব্য করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattachrya)। এদিন বিকেলে বর্ধমানের শাঁখারিপুকুর উৎসব ময়দানে তৃণমূল মহিলা কংগ্রেস আয়োজিত জনসভায় বিজেপি ও দলত্যাগীদের তীব্র সমালোচনা করেন চন্দ্রিমাদেবী।

জনসভায় তিনি এদিন বলেন, ‘বহিরাগত’রা বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন। তাঁরা বাংলাকে ছোট করতে চাইছেন। তবে এসব করে কিছু লাভ হবে না। বহিরাগতদের বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার করতে হবে। বিজেপিকে আক্রমণ করে চন্দ্রিমাদেবী আরও বলেন, ‘যাঁরা বাংলার মাটি চেনেন না, পূর্ব বর্ধমান জেলা চেনেন না, তাঁরা আসছেন বাংলা ‘দখল’ করতে। তাঁদের মধ্যে কেউ কেউ আবার রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি অরবিন্দ হওয়ার চেষ্টা করছেন।’

জনসভায় উপস্থিত দলের মহিলা কর্মীদের উদ্দেশে চন্দ্রিমাদেবী বলেন, ‘তৃণমূল সরকার মহিলাদের জন্য নানা প্রকল্প চালু করেছে। এছাড়াও রাজ্যে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। সেই সব প্রকল্প ও কাজের কথা জনগণের কাছে তুলে ধরতে হবে।’

যদিও তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্যকে কোনও গুরুত্ব দিতে নারাজ বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী। তাঁর বক্তব্য, ‘এসব কথা কেউ আর শোনে না। মহিলারাই তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য তৈরি হয়ে আছেন।’

TwitterFacebookWhatsAppEmailShare

#AITC

আরো দেখুন