বিনোদন বিভাগে ফিরে যান

এ বছরেই কামব্যাক শাহরুখের

January 4, 2021 | < 1 min read

অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। সেই ভিডিওতেই তিনি কামব্যাকের ইঙ্গিত দিলেন। ওই ভিডিওর শেষের দিকে তিনি স্পষ্ট বলেই দিয়েছেন,‘আপনাদের সঙ্গে এই বছর বড়পর্দায় দেখা হচ্ছে।’ আসলে ‘জিরো’র পর এখনও পর্যন্ত কিং খান তাঁর পরবর্তী ছবির ঘোষণা করেননি। কিন্তু ঘোষণা না করলেও বলিউড সূত্রে খবর, শাহরুখ ‘পাঠান’-এর শ্যুটিং শুরু করেছেন। ছবির লুকের জন্য তিনি লম্বা চুল রেখেছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে বলিউড বাদশাহর সঙ্গে দীপিকা পাড়ুকোনেরও অভিনয় করার কথা।

আর শাহরুখ যে এই বছরেই বড় পর্দায় ফিরছেন, তা স্বয়ং তাঁর মুখ থেকে শোনার অর্থ, ‘পাঠান’-এ তিনি রয়েছেন এই খবরে অবশেষে সিলমোহর পড়ল। ফলে নড়েচড়ে বসেছেন শাহরুখের ফ্যান মহল। বলিউড (Bollywood) বাদশাহর পোস্ট করা ৩ মিনিট ১৫ সেকেন্ডের এই ভিডিওটি মজাদার বার্তায় ভরপুর। শুরুতেই শাহরুখ জানিয়েছেন, তিনি এবার সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে একটু দেরি করে ফেললেন। তিনি বলেছেন, ‘সকলেই জানেন যে, গত বছরটা খুব খারাপ কেটেছে। এই সময় আশার আলো দেখা খুবই কঠিন। কঠিন সময়, খারাপ সময় আমি অনেক দেখেছি। তাই বিশ্বাস করি, জীবনে কেউ সবচেয়ে খারাপ সময়ে থাকলে সেখান থেকে বেরনোর একটাই উপায় হল ক্রমশ আরও ভালোর দিকে এগতে হবে।’ তাঁর বিশ্বাস, নতুন বছরটা প্রত্যেকের জন্যই সত্যি ভালো হয়ে উঠবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bollywood, #shah rukh khan

আরো দেখুন