রাজ্য বিভাগে ফিরে যান

বঙ্গে ১০০ আসনে প্রার্থী দেবে শিবসেনা

January 4, 2021 | < 1 min read

আসন্ন বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2021) রাজ্যের ১০০টি আসনে প্রার্থী দেবে শিবসেনা, আমরা বাঙালি, উত্তরবঙ্গ সমাজ পার্টি এবং উত্তরবঙ্গ আদিবাসী পরিষদের জোট। শিবসেনার এ রাজ্যের সাধারণ সম্পাদক অশোক সরকার রবিবার এই ঘোষণা করে বলেন, ‘‘পরে ঝাড়গ্রামের কোনও সংগঠনও এই জোটে আসতে পারে।’’

অশোকবাবু আরও বলেন, ‘‘বিজেপি বাংলা বিরোধী এবং ফ্যাসিস্ত শক্তি। অসম, ত্রিপুরা-সহ উত্তর পূর্বের যে রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় এসেছে, সেই সব রাজ্যেই বাঙালির উপরে চরম অত্যাচার করছে। তাই বাংলা ভাষা এবং বাংলার সংস্কৃতির বিরুদ্ধে যারা, তাদের হারাতে আমাদের জোট লড়বে।’’ রাজনৈতিক শিবিরের একাংশের মতে, শিবসেনা-সহ ওই দলগুলি এ রাজ্যের বিধানসভা ভোটে প্রার্থী দিলে গেরুয়া শিবিরের ভোট কেটে বিজেপিকে বেকায়দায় ফেলতে পারে। বিজেপি (BJP) অবশ্য শিবসেনার (Shivsena) ওই পরিকল্পনাকে ধর্তব্যের মধ্যেই আনছে না। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘পশ্চিমবঙ্গে যে দলগুলোর অস্তিত্বই নেই, তাদের বিষয়ে মন্তব্য করা নিষ্প্রয়োজন।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#shivsena, #West Bengal Assembly Election 2021

আরো দেখুন