বুধবার ছাড়া হতে পারে সৌরভকে, জানাল হাসপাতাল
এখনই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) দুটি ধমনীতে অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে না। তা পিছিয়ে দেওয়া হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামিকাল (বুধবার) তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। বাড়িতে তাঁকে কড়া নজরদারিতে রাখা হবে।
সৌরভের শারীরিক পরিস্থিতি নিয়ে সোমবার সকালে আলোচনায় বসে নয় সদস্যের মেডিক্যাল বোর্ড। জুম কলে ছিলেন বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠি এবং আর কে পণ্ডা। ফোনে চেন্নাই থেকে ছিলেন স্যামুয়েল ম্যাথু। সৌরভের পরিবারের সদস্যরাও বৈঠকে হাজির ছিলেন। সেখানে সৌরভের শারীরিক পরিস্থিতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে।
পরে উডল্যান্ডস হাসপাতালের সিইও রূপালি বসু জানান, সৌরভের বাকি দুটি ধমনীতে (তিনটি ধমনীর ব্লকেজ হয়েছিল, একটির ইতিমধ্যে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে) অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ স্টেন্ট বসানো হবে। তবে তা এখনই হচ্ছে না। সর্বসম্মতভাবে অ্যাঞ্জিওপ্লাস্টির প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অ্যাঞ্জিওপ্লাস্টি কবে হবে, তা সৌরভের শারীরিক অবস্থার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উডল্যান্ডস হাসপাতালের সিইও।
বিস্তারিত আসছে….