হাসপাতালে শুয়েই ক্রিকেটের খোঁজ নিলেন সৌরভ
প্রাথমিক ধাক্কা সামলে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এখন অনেকটাই স্বাভাবিক। কিন্তু সামনে রয়েছে আরও বড় অপারেশন। বাইপাস হোক বা অ্যাঞ্জিওপ্ল্যাস্টি— অপারেশনের পর তাঁকে কি সেই রাজকীয় মেজাজে ফিরে পাওয়া যাবে? আমজনতার মতোই এখন এই প্রশ্ন উঁকি দিচ্ছে স্বয়ং মহারাজের মনেও। রবিবার মেডিক্যাল বোর্ডের সামনে উৎকণ্ঠা গোপন করেননি বিসিসিআই (BCCI) সভাপতি। চেক-আপ চলাকালীন মেডিক্যাল বোর্ডের অন্যতম সদস্য তথা খ্যাতনামা কার্ডিওলজিস্ট ডাঃ সুনীলবরণ রায়কে প্রশ্ন করেন সৌরভ, ‘ডাক্তারবাবু, লাইফস্টাইল আবার আগের জায়গায় ফিরে আসবে তো? পারব এত কাজকর্ম স্বাভাবিকভাবে সামলাতে?’ চিকিৎসকরা তাঁকে আশ্বস্ত করে বলেন, ‘সব ঠিক হয়ে যাবে। তবে নিয়ম মেনে চলতে হবে।’
ক্রিকেট হল সৌরভের ধ্যান-জ্ঞান। অবসরের পরেও এই খেলার প্রচার ও প্রসারে তিনি অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। হৃদযন্ত্রের সমস্যা তাঁকে সাময়িক ‘বিশ্রাম’-এ পাঠিয়েছে ঠিকই, কিন্তু হাসপাতালের বিছানায় শুয়েই তিনি ক্রিকেট চর্চায় ব্যস্ত। ১০ জানুয়ারি কলকাতায় শুরু হবে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের ‘বি’ গ্রুপের খেলা। সিএবি সভাপতির কাছ থেকে টুর্নামেন্টের প্রস্তুতি সংক্রান্ত খবরা খবরও সৌরভ নিয়েছেন বলে জানা গিয়েছে। সিএবি’র অন্য কর্তাদের সঙ্গে খোশ মেজাজে গল্প করেন মহারাজ। তাঁকে বলতেও শোনা গিয়েছে, ‘আমি দ্রুত মাঠে ফিরব। আগের মতো তোমাদের সঙ্গে কাজ করব কাঁধে কাঁধ মিলিয়ে।’ তারই মধ্যে ফোনে সৌরভের খোঁজ নেন ভারতের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়।
সোমবার বোর্ড সভাপতিকে দেখতে আসতে পারেন সচিব জয় শাহ। শহরে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে আসার কথা রয়েছে প্রাক্তন বোর্ড সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের (Anurag Thakur)। তিনিও নাকি মহারাজকে দেখতে হাসপাতালে যেতে পারেন।