দেশের জিডিপি বৃদ্ধিতে উজ্জ্বল ভূমিকা বাংলার
গাড়ি থেকে ভোগ্যপণ্য। জিএসটি আদায়(GST Collection) থেকে আন্তঃরাজ্য পণ্য পরিবহণ। অর্থনীতির চাঙ্গা হওয়ার প্রবণতায় দেশের ৬টি রাজ্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। জিডিপি বৃদ্ধিহারের(GDP Growth Rate) ক্ষেত্রেও এই ৬টি রাজ্যের অবদান অর্ধেকের বেশি। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এরকমই রিপোর্ট পেয়েছে বিভিন্ন সমীক্ষায়। এই তালিকায় অন্যতম উজ্জ্বল নাম পশ্চিমবঙ্গ(West Bengal)। তামিলনাড়ু(Tamil Nadu), মহারাষ্ট্র (Maharashtra), কর্ণাটক(Karnataka), উত্তরপ্রদেশ(Uttar Pradesh), গুজরাত(Gujarat) এবং পশ্চিমবঙ্গ-এই ৬টি রাজ্যই জিএসটি আদায় থেকে পণ্য বিক্রয়, ঋণগ্রহণ অথবা আর্থিক লেনদেনের বৃদ্ধিহারে সবথেকে এগিয়ে। এই ৬টি রাজ্য শিল্পবাণিজ্য ও জীবিকার স্বাভাবিক অবস্থার ৮৭ শতাংশই অর্জন করে ফেলেছে বিগত কয়েকমাসে।
পশ্চিমবঙ্গের ইতিবাচক আর্থিক ভূমিকা বস্তুত গোটা করোনাকালেই লক্ষ্য করা গিয়েছে। দেশের মধ্যে সবথেকে দ্রুতহারে অর্থনীতি(Economy) চাঙ্গা হচ্ছে চারটি রাজ্যে। উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে। গাড়ি রেজিস্ট্রেশনে পশ্চিমবঙ্গ অনেক রাজ্যকে ছাপিয়ে গিয়েছে।জিএসটি সংগ্রহ বেড়েছে (২০১৯ সালের ডিসেম্বর মাসের তুলনায়) ১০ শতাংশ। বিদ্যুৎ ব্যবহার বেড়েছে ২ শতাংশের বেশি। একটি রাজ্যে বিদ্যুৎ ব্যবহারের হার কতটা বৃদ্ধি পাচ্ছে, কতটা জিএসটি আদায় হচ্ছে, গাড়ি বিক্রির বৃদ্ধিহার কেমন, ভোগ্যপণ্য বিক্রয়ের চাহিদা ও সাপ্লাই কোন পর্যায়ে রয়েছে, এগুলিই মূলত দেখা হয় অর্থনীতির চাঙ্গা হওয়ার আন্দাজ পেতে। গুগুল ট্র্যাকারের সহায়তায় মবিলিটি ইনডেক্স তৈরি করে দেখা হয় স্বাভাবিক জীবনযাপনের প্রবণতা কোন রাজ্যে কতটা বাড়ছে। ডিসেম্বর মাসে বিশেষ উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে জিএসটি আদায়ের ক্ষেত্রে। এক্ষেত্রেও পশ্চিমবঙ্গের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বর মাসে জিএসটি আদায় হয়েছে ৪০০ কোটি টাকা বেশি। বস্তুত ডিসেম্বর মাসের জিএসটি আদায় বৃদ্ধির প্রবণতা দেখে কেন্দ্রীয় অর্থমন্ত্রক আশা প্রকাশ করেছে, শেষ ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার সম্ভবত হবে ইতিবাচক। ঠিক এই আবহে ভ্যাকসিন চলে আসায় আরও সন্তোষজনক পরিস্থিতি আশা করা হচ্ছে। ডিসেম্বর মাসে গোটা দেশে ১০ লক্ষের বেশি গাড়ি বিক্রি হয়েছে। ২০১৯ সালের তুলনায় যা ১০ শতাংশ বেশি। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, আগামী আর্থিক বছরে জিডিপি ৭ শতাংশ স্পর্শ করবে বলে আশা করা হচ্ছে।