দেশ বিভাগে ফিরে যান

২৯শে জানুয়ারি শুরু হবে সংসদের বাজেট অধিবেশন

January 5, 2021 | < 1 min read

আগামী ২৯ জানুয়ারি থেকে সংসদের বাজেট অধিবেশন (Union Budget 2021) শুরু হতে পারে। মঙ্গলবার এমনই প্রস্তাব পাঠাল সংসদীয় বিষয়ক ক্যাবিনেট কমিটি।

সূত্রের খবর, প্রথম দফায় বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় দফায় ৮ মার্চ ফের শুরু হবে অধিবেশন। চলবে ৮ এপ্রিল পর্যন্ত। এমনই প্রস্তাব পাঠিয়েছে সংসদীয় কমিটি।

করোনার কোপে এ বার নির্ধারিত সময়ের ৮ দিন আগেই মুলতুবি হয়েছে বাদল অধিবেশন। এর পরে শীতকালীন অধিবেশনও বাতিল করা হয়। সাংবিধানিক বিধি অনুযায়ী, একটি অধিবেশন মুলতুবি করার ছ’মাসের মধ্যে দ্বিতীয় অধিবেশন ডাকতে হয়। ফলে সরাসরি বাজেট অধিবেশনে ফের খুলতে চলেছে সংসদের দরজা।

সূত্রের খবর, অধিবেশনের প্রথম দিন অর্থাৎ ২৯ জানুয়ারি সংসদের উভয় কক্ষ- লোকসভা এবং রাজ্যসভায় ভাষণ দিতে পারেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ (Ramnath Kovind)। ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nirmala Sitharaman, #ramnath kovind

আরো দেখুন