দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

করোনা সংক্রমণ রুখতে সাগরমেলায় একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা মুখ্যমন্ত্রীর

January 5, 2021 | 3 min read

করোনা সংক্রমণ(COVID19) এড়াতে ভিড় করা নিষেধ। কিন্তু গঙ্গাসাগর মেলায়(Gangasagar Mela) লক্ষ লক্ষ জনসমাগম হয়। রাজ্য সরকারের অনুমান, এবার অন্তত ৩০ লক্ষ মানুষের সমাগম হবে সাগরে। এতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তার জন্য আগেভাগেই বেশ কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু এরপরও সবাইকে সুস্থ রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) আহ্বান, সংক্রমণ এড়াতে চেষ্টা করুন মেলায় না যাওয়ার।

সোমবার নবান্ন সভাঘরে গঙ্গাসাগর নিয়ে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, বাইরের রাজ্য থেকে যাঁরা আসবেন, আমরা তাঁদের বারণ করতে পারি না। কারণ তাঁরা আমাদের অতিথি। কিন্তু আমরা রাজ্যবাসীর কাছে আর্জি রাখতে পারি। আমার মনে হয়, ভিড় এড়াতে মেলা পর্যন্ত না যাওয়াই ভালো। কিন্তু পুণ্যস্নান থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করতে চান না মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা এবার অভিনব উদ্যোগ নিয়েছি। তা হল ই-স্নান। এখানে অনলাইনে অর্ডার করলে বাড়িতে পৌঁছে যাবে সাগরের পুণ্য গঙ্গাজল এবং প্রসাদ। ১৫০ টাকা ডেলিভারি চার্জ দিয়ে তা মানুষ কিনতে পারবেন। 
মুখ্যমন্ত্রী এদিন বলেন, অন্যান্যবার ৫০ লক্ষ মানুষের সমাগম হয় গঙ্গাসাগরে। এবার সেই সংখ্যা হয়তো কমবে, কিন্তু করোনা সংক্রমণের ভয় থেকেই যায়। সেই কারণে আমরা সব রকম ব্যবস্থা রাখছি। দরকারে কলকাতা থেকে যাঁরা মেলার উদ্দেশ্যে রওনা হবেন, তাঁদের কোভিড পরীক্ষা করা হবে। পাশাপাশি মন্ত্রী, বিধায়ক, পুলিস ও আমলাদের এব্যাপারে দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী। মন্ত্রীদের প্রতি নির্দেশ, তাঁরা যেন মেলা শেষ না হওয়া পর্যন্ত সাগরেই থেকে যান। সেই তালিকায় আছেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়রা।  মমতা এদিন বলেন, মেলার বহর এবার ছোট হবে। সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্যোগ নেওয়া হবে। মাস্ক পরা বাধ্যতামূলক। তবে যেমন তেমন করে মাস্ক পরা যাবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, যে বাসগুলিতে পুণ্যার্থীরা যাবেন, সেখানে স্যানিটাইজার দেওয়া হবে। তাঁর আহ্বান, যে সামাজিক সংগঠনগুলি অন্যান্যবার চাদর বা বস্ত্রদান করে, তারা যদি এবার মাস্ক বা স্যানিটাইজার বিলি করে, তাহলে সব থেকে ভালো হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, আগুন জ্বেলে খাবারের আয়োজন মেলায় করা যাবে না। হকার থাকবে না। নাগা সন্ন্যাসীরা যেহেতু আগুন জ্বালান, তাই তাঁদের জন্য আলাদা ক্যাম্পের ব্যবস্থা করতে হবে। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি নিজে মেলার সময় গঙ্গাসাগর যাচ্ছেন না। হয়তো পরে যেতে পারেন, সেই ইঙ্গিতও দিয়েছেন এদিন। পাশাপাশি বলেন, এবার মেলায় ভিআইপিদের আসা-যাওয়ায় লাগাম টানতে হবে, হুটার বাজিয়ে যাতায়াতে রাশ টানতে হবে, যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়। 

মিশন গঙ্গাসাগর

  • মকর সংক্রান্তির পুণ্যস্নান ১৪ জানুয়ারি ভোর ৬ টা ২ মিনিট থেকে ১৫ জানুয়ারি ভোর ৬টা ২ মিনিট।
  • মেলা চলবে ৮ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত।
  • মেলার এন্ট্রি পয়েন্টগুলিতে করা হচ্ছে মেডিক্যাল স্ক্রিনিং ক্যাম্প।
  • ১৩টি জায়গায় র‌্যাপিড এবং আরটিপিসিআর কোভিড টেস্ট চালু হচ্ছে।
  • ৬০০ বেডের কোভিড হাসপাতাল চালু থাকছে। পাশাপাশি থাকছে ছ’টি ওয়েলনেস সেন্টার।
  • আটটি সেফ হোম, ১১টি কোয়ারেন্টাইন সেন্টার এবং পাঁচটি আইসোলেশন সেন্টার চালু থাকছে।
  • ‘সাগরবন্ধু’ নামে ৮০০ জনের একটি টিম থাকছে, যাঁরা সবাইকে কোভিড প্রোটোকল মানতে সাহায্য করবেন। 
  • কোভিড ছাড়া অন্যান্য রোগের জন্য ৩০০ বেডের হাসপাতাল তৈরি থাকছে।
  • সাগরে রাখা হচ্ছে ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ। পর্যাপ্ত নার্স এবং চিকিৎসকও থাকবেন সর্বত্র।
  • ১০০টি অ্যাম্বুলেন্সের পাশাপাশি রাখা হচ্ছে দু’টি এয়ার অ্যাম্বুলেন্স এবং তিনটি ওয়াটার অ্যাম্বুলেন্স।
  • ২,২৫০টি সরকারি বাস, ৫০০ বেসরকারি বাস, ৫টি বার্জ, ৩টি ভেসেল, ১০০টি লঞ্চ, ২১টি জেটি ব্যবহার করা হবে গঙ্গাসাগর মেলায়।
  • ভিড় সামলানোর জন্য থাকবে ৫০ কিলোমিটারের ব্যারিকেড। ১,০৫০টি সিসি ক্যামেরার পাশাপাশি থাকবে ২০টি ড্রোন।
  • ২,১০০ সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলান্টিয়ার মজুত রাখা হবে।
  • ১০টি অস্থায়ী দমকল কেন্দ্র তৈরি হয়েছে। থাকবে দমকলের ২৫টি ইঞ্জিন। পাশাপাশি থাকবে বাইক।
  • তীর্থযাত্রীদের জন্য পাঁচ লক্ষ টাকার দুর্ঘটনাজনিত বিমা থাকছে।
  • ভারত সেবাশ্রম সঙ্ঘ সহ অন্যান্য সংস্থার তরফে ছ’হাজারের বেশি ভলান্টিয়ার থাকবেন। 
  • ১০ হাজার টয়লেট, ১০টি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট এবং ৩০টি ই-কার্ট থাকবে, যা আবর্জনা পরিষ্কার করবে।
  • সাড়ে তিন হাজার স্বেচ্ছাসেবক থাকবেন সমুদ্রতট পরিষ্কারের জন্য।
  • পানীয় জলের ৫০ লক্ষ পাউচ থাকবে। সঙ্গে থাকছে পানীয় জলের নিরন্তর সরবরাহ।
TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Gangasagar

আরো দেখুন