রাজ্য বিভাগে ফিরে যান

পাঁচশোর বেশি ফুড ইনসপেক্টর নিয়োগ, পিএসসির বিজ্ঞপ্তি শীঘ্রই

January 5, 2021 | 2 min read

বিধানসভা ভোটের আগে খাদ্যদপ্তরে ফের একঝাঁক নিয়োগ হতে চলেছে। ফুড ইনসপেক্টর (Food Inspector) পদে পাঁচশোর বেশি সরকারি চাকরির সুযোগ তৈরি হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে, চলতি কিংবা আগামী সপ্তাহে পরীক্ষা আয়োজনের দায়িত্বপ্রাপ্ত পাবলিক সার্ভিস কমিশন (PSC ) এই সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করবে। এই প্রসঙ্গে পিএসসির এক কর্তা বলেন, নবান্নের তরফে পাঁচশোর বেশি শূন্যপদে ফুড ইনসপেক্টর নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে। খুব শীঘ্রই আমরা খাদ্যদপ্তরের এই পরিদর্শক নিয়োগের বিস্তারিত তথ্য সংবলিত বিজ্ঞাপন প্রকাশ করব। বর্তমান পরিস্থিতিতে এই পরীক্ষায় বসতে চেয়ে রাজ্যজুড়ে প্রায় ছ’লাখ পরীক্ষার্থী আবেদন করবেন বলে মনে করছেন ওই কমিশন কর্তা। উল্লেখ্য, ২০২০ সালে প্রায় ৯৫০ জনকে ফুড ইনসপেক্টর পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছিল পিএসসি। যাতে প্রায় ন’লাখের কাছাকাছি আবেদন পড়েছিল। গত সপ্তাহে অর্থাৎ ২৪ ডিসেম্বর ওই পরীক্ষার চূড়ান্ত ইন্টারভিউ শেষ করেছে কমিশন।

সাড়ে তিন হাজার সফল প্রার্থীর ইন্টারভিউ দ্রুত শেষ করতে এক ডজন বোর্ড গড়েছিল পিএসসি। যার নজির এই সাংবিধানিক নিয়ামক সংস্থার ইতিহাসে নেই। কয়েকদিন মধ্যেই ফুড ইনসপেক্টর পদে সাড়ে ন’শো শূন্যপদ পূরণের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করবে কমিশন। এই প্রক্রিয়া চলাকালীনই ফের নতুন করে ৫০০ বেশি ফুড ইনসপেক্টর পদে কর্মী নিয়োগের তোড়জোর শুরু করেছে পিএসসি। এই পরীক্ষায় বসতে হলে আবেদনকারীকে অবশ্যই ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে এসটি, এসসি, ওবিসিদের জন্য যথাক্রমে পাঁচ এবং তিন বছরের অতিরিক্ত ছাড় এই ক্ষেত্রে কার্যকর হবে। পিএসসি সূত্রের খবর, ফুড ইনসপেক্টর পদে প্রথমে লিখিত পরীক্ষা হবে। মাধ্যমিক যোগ্যতামানের এই লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে। প্রাথমিক লিখিত পরীক্ষার সুনির্দিষ্ট ‘কাট অফ মার্কস’ স্থির করবে পিএসসি। তবে এটা চূড়ান্ত হবে মোট পরীক্ষার্থীর সংখ্যা এবং সাফল্যের হারের উপর। সর্বশেষ ইন্টারভিউতে প্রার্থীর মেধা, ব্যক্তিত্ব, দক্ষতা যাচাই করবেন পিএসসি গঠিত বোর্ড। সূত্রের দাবি, শূন্যপদকে মাথায় রেখে কমপক্ষে তার তিনগুণ বা বেশি প্রার্থীকে চূড়ান্ত ইন্টারভিউতে ডাকা হয়ে থাকে। সাম্প্রতিক ফুড ইনসপেক্টরের সাড়ে ন’শো শূন্য পদের জন্য মোট সাড়ে তিন হাজার প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হয়েছিল। নয়া নিয়োগের ক্ষেত্রে দেড় থেকে দু’হাজার প্রার্থী চূড়ান্ত ইন্টারভিউতে ডাক পাবেন বলে আশাবাদী কমিশন কর্তাদের একাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#PSC, #Food Inspector

আরো দেখুন