রাজ্য বিভাগে ফিরে যান

চলতি মাসের শেষেই উদ্বোধন জয়ী সেতুর- শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী

January 6, 2021 | < 1 min read

ব্রিজ না থাকায় এতদিন হলদিবাড়ি থেকে মেখলিগঞ্জে যাতায়াত করতে পেরোতে হতো ৭২ কিলোমিটার। এখন কোচবিহার (Cooch Behar) জেলার এই দুই ব্লকের মাঝ বরাবর বয়ে যাওয়া তিস্তার ওপর উত্তরবঙ্গের সর্ববৃহৎ জয়ী সেতু তৈরি হয়ে যাওয়ায় হলদিবাড়ি থেকে মেখলিগঞ্জের দূরত্ব কমে হল মাত্র ১২ কিলোমিটার। জয়ী সেতুর (Joyee Bridge) উদ্বোধন করতে চলতি মাসের শেষেই কোচবিহার আসছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাঁর হাত দিয়েই শুভ সূচনা হবে এই সেতুর।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই হলদিবাড়ি থেকে মেখলিগঞ্জ পর্যন্ত সেতু তৈরির দাবি করে আসছে এলাকার মানুষ। কারণ হলদিবাড়ি থেকে মেখলিগঞ্জ যেতে হলে এতদিন জলপাইগুড়ি, ময়নাগুড়ি, জল্পেশ হয়ে ৭২ কিলোমিটার পথ পেরোতে হতো। এবার জয়ী সেতু দিয়ে মাত্র ১২ কিলোমিটার পথ পেরিয়েই কেউ মেখলিগঞ্জ থেকে হলদিবাড়ি পৌঁছতে পারবেন। উল্লেখ্য, ২০১৫ সালে ভারত-বাংলাদেশ ছিটমহল সমস্যা সমাধানের পর মমতা সরকার ৪১০ কোটি টাকা ব্যয়ে জয়ী সেতু তৈরির উদ্যোগ নেয়। কদিন আগেই জলপাইগুড়ি এসে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন জয়ী সেতুর কাজ শেষ। এবার জানা যাচ্ছে জয়ী সেতুর উদ্বোধনে নিজেই মেখলিগঞ্জ আসছেন মমতা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Joyee Bridge

আরো দেখুন