রাজ্য বিভাগে ফিরে যান

ভেলোরে যাওয়ার আগেই তড়িঘড়ি স্বাস্থ্যসাথীর কার্ড পেলেন মহিলা

January 8, 2021 | < 1 min read

কিডনির অসুখে ভুগছেন। চিকিৎসার জন্য যাবেন ভেলোর। সেজন্য তড়িঘড়ি স্বাস্থ্যসাথী (Swasthyasathi) কার্ডের ব্যবস্থা করে দিল পুরসভা। শুধু তাই নয়, পুরসভা থেকে প্রশাসকের গাড়িতে করে রোগীকে শিবিরে পাঠানো হল কার্ডের ছবি তুলতে।

বাণী দাস। বয়স ৫৮ বছর। বাড়ি দমদমের বেদিয়াপাড়া এলাকায়। পরিবার সিদ্ধান্ত নেয়, ভেলোরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে তাঁকে। সেজন্য স্বাস্থ্যসাথীর কার্ড অত্যন্ত প্রয়োজন ছিল বলে পরিবারের বক্তব্য। বৃহস্পতিবার এই খবর পৌঁছয় দক্ষিণ দমদম পুরসভায়। ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাণীদেবী।

কিন্তু এদিন ওই ওয়ার্ডে স্বাস্থ্যসাথীর জন্য নির্ধারিত ক্যাম্পের দিন ছিল না। ক্যাম্প চলছিল ৪ নম্বর ওয়ার্ডে। এদিনই যাতে বাণী দাস কার্ড পান, সে ব্যাপারে উদ্যোগ নেন পুরসভার মুখ্য প্রশাসক পাচু রায়। জানা গিয়েছে, পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য গোপা পাণ্ডের গাড়িতে করে বাণীদেবী ও তাঁর পরিবারের সদস্যদের শিবিরে পৌঁছে দেওয়া হয়। সেখানে হাজির ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর জগন্নাথ বিশ্বাস। বাণীদেবী ও তাঁর পরিবারের সদস্যদের ছবি তুলে দ্রুত স্বাস্থ্যসাথীর কার্ড প্রদান করা হয়।

বাণীমন্দির স্কুলে এই শিবির করা হয়েছিল। আর সেখানেই বাণী দাসের হাতে স্বাস্থ্যসাথীর কার্ড তুলে দিলেন পুরসভার মুখ্য প্রশাসক পাচু রায়। তাঁর বক্তব্য, ভেলোরে চিকিৎসার জন্য যাবেন বাণীদেবী। ফলে দ্রুত এই কার্ড করে দেওয়া হয়েছে। মানুষের পাশে সব সময় থাকা পুরসভার কর্তব্যের মধ্যে পড়ে।

পুর কর্তৃপক্ষের এমন উদ্যোগে খুশি বাণীদেবীর পরিবার। তাঁর স্বামী বিমান দাস বলেন, স্বাস্থ্যসাথী কার্ডটির প্রয়োজন হয়ে পড়েছিল খুব। পুরসভা যেভাবে দ্রুত এই কার্ড হাতে তুলে দিল, তা প্রশংসনীয়। পুরসভার আধিকারিকদের কাছ থেকেও সবরকমভাবে সহযোগিতা পেয়েছি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Swasthya Sathi

আরো দেখুন