কলকাতা বিভাগে ফিরে যান

নন্দনে জায়ান্ট স্ক্রিনের সামনে উৎসাহীদের ভিড়

January 9, 2021 | 2 min read

সেজে উঠেছে নন্দন (Nandan) চত্বর। উপলক্ষ ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শুক্রবার শীতের বিকেলে উৎসবের আমেজ নিতে ব্যস্ত নন্দনে আগত সকলেই। ইতিমধ্যেই নন্দন চত্বরের বিভিন্ন জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখ। যেন দিক পরিবর্তন হল নন্দনে আগত সাধারণ মানুষের। জায়গায় জায়গায় জায়ান্ট স্ক্রিনের সামনে জমায়েত। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান লাইভ দেখতে চাইছেন সকলেই। হালিশহর থেকে নন্দনে ঘুরতে এসেছিলেন এক দম্পতি। বলছিলেন, ‘প্রত্যেকবার তো বাড়িতে বসেই দিদি, অমিতাভ বা শাহরুখের বক্তৃতা দেখি। এবারে নন্দনে বসে দেখতে দেখতে উৎসবের আমেজ উপভোগ করতে মন্দ লাগছে না। করোনা আবহের মধ্যেও চলচ্চিত্র উৎসবের (Kolkata Film Festival) আয়োজন করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।’

এদিন সকাল থেকেই নন্দন চত্বরে ছিল সাজ সাজ রব। প্রতিটি ক্ষেত্রেই ছিল শেষ মুহূর্তের ব্যস্ততা। উৎসবের থিমের পাশাপাশি মাইকে শোনা যাচ্ছে, করোনা বিষয়ক সতর্কবিধি। কঠিন সময়ের মধ্যেও উৎসব আয়োজন করার কথা বারবার মানুষকে মনে করিয়ে দিচ্ছে ‘দি শো মাস্ট গো অন’। প্রদর্শনীগুলিকে যত্ন করে নির্দিষ্ট সময়ের মধ্যে সাজিয়ে তুলতে চাইছেন শিল্পীরা। সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত বিভিন্ন ছবির টাইটেল দিয়ে সাজানো হয়েছে শিশির মঞ্চ সংলগ্ন দেওয়াল। সেখানে উৎসাহীদের সেলফি তুলতে দেখা গেল। এদিন বিকেলে রবীন্দ্র সদনে সত্যজিৎ রায় পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) অভিনীত উৎসবের উদ্বোধনী ছবি ‘অপুর সংসার’ দেখানো হয়। তবে উৎসবের প্রথম দিন এবং করোনা সতর্কতার জন্যই হয়তো প্রয়াত অভিনেতার এই ছবি দেখতে সেরকম ভিড় চোখে পড়ল না। এবছর ডেলিগেট কার্ড থাকলেও অনলাইনে টিকিট বুক করে তারপর দর্শকদের ছবি দেখার অনুমতি মিলছে। অবশ্য এদিন উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকদের উদ্দেশে মুখমন্ত্রী আবেদন করেন, অনলাইন ছাড়া শুধু ডেলিগেট কার্ড সহ মানুষকে হলে প্রবেশাধিকার দেওয়া যায় কি না, সেই বিষয়টি বিবেচনা করা দরকার। শনিবার বিকেলে শিশির মঞ্চে সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দেবেন বলিউডের পরিচালক অনুভব সিনহা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Film Festival, #Mamata Banerjee

আরো দেখুন