একশো শতাংশ দর্শকাসন ভর্তির আশ্বাস, মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি হল মালিকরা
আর ৫০ শতাংশ নয়, সিনেমা হলের সব আসনেই দর্শকদের বসাতে পারবেন হল মালিকরা। বিক্রি করতে পারবেন ১০০ শতাংশ টিকিটই। শুক্রবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনায় এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে করোনাবিধি মেনে চলার কড়া নির্দেশওদিয়েছেোন তিনি।
মুখ্যমন্ত্রীর এই নির্দেশে স্বাভাবিক ভাবেই খুশি হল মালিকরা। হাতে এখনও কোনও নির্দেশিকা আসেনি, তবু মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে অনেকটাই স্বস্তি পাচ্ছেন তাঁরা। যেমন,‘অশোকা’হলের মালিক প্রবীর রায়ের মতে, ‘‘৫০ শতাংশ টিকিট বিক্রির নির্দেশের পর থেকে ব্যবসা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রযোজকরাও এই অবস্থায় ছবি রিলিজ করতে রাজি হননি। আশা করছি, এরপর সেই দুর্দিন কিছুটা কাটবে।’’
তবে মুখ্যমন্ত্রী বলেছেন, প্রতিটা শো শেষেহলকে ভাল করে স্যানিটাইজ করার কথা। খুব দ্রুত যেহেতু কোভিড (Covid 19) বিদায় নিচ্ছে না, তাই বর্তমানে প্রেক্ষাগৃহে দর্শক সংখ্যা বৃদ্ধি পেলেসেই পরিস্থিতি কী ভাবে সামলাবেন হল মালিকরা? ‘জয়া’ সিনেমার মালিক মনোজিৎ বণিক বলছেন, ‘‘করোনাবিধি পুরোদস্তুর মেনে চলা হবে। মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার তো আগেও হচ্ছিল, এরপরেও সে দিকে কড়া নজর থাকবে।’’
তবে সিনেমা হলে ১০০ শতাংশ দর্শকাসন ভর্তি করার অনুমতি পেলেআগামী দিনে তাঁদের অনেকটাই সুরাহা হবে বলে আশা মালিকদের। গত বছরের শেষ থেকেই কর্মীদের ন্যূনতম বেতন দিয়ে কাজে টিকিয়ে রেখেছিলেন মনোজিৎ। তাঁর কথায়: ‘‘আঞ্চলিক ছবির প্রযোজকরা এরপর আবার এগিয়ে আসবেন ছবি রিলিজে। বলিউড বা বিদেশের ছবির পরিবেশকরাও এগিয়ে আসবেন তাঁদের ছবি নিয়ে। তাতে নিঃসন্দেহে ব্যবসার উন্নতি হবে।’’ প্রবীরের মতে, ‘‘যানবাহনের ক্ষেত্রেও তো এখন করোনাবিধি মেনে মানুষ যাতায়াত করছেন। সে ক্ষেত্রে সিনেমা হলে দর্শকাসন ভর্তি করার অনুমতি পেলে অসুবিধার কিছু নেই। বরং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য।’’
ঘটনাচক্রে এ দিনই তামিলনাড়ুর সিনেমা হলে ১০০ শতাংশ দর্শকাসন ভর্তির সিদ্ধান্ত বদলানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তামিলনাড়ু সরকার সিনেমা হলের সব আসনের টিকিট বিক্রির ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছিল হল মালিকদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, সিনেমা হলের ৫০ শতাংশ আসনের টিকিটই বিক্রি করতে পারবেন হল মালিকরা। তামিলনাড়ুর ক্ষেত্রে সেই নিয়মের ব্যতিক্রম হয়েছে বলেই কেন্দ্রীয় সরকারের তরফে তা রদ করার নির্দেশ দেওয়া হয়েছে।