বিজেপির কড়া সমালোচনা ফিরহাদের
বিজেপির এক নেতা এরাজ্যে এসে কৃষক প্রেম দেখাচ্ছেন। অথচ দিল্লিতে কৃষকরা কনকনে ঠান্ডার মধ্যে রাস্তায় বসে রয়েছেন। কৃষিবিল প্রত্যাহারের দাবিতে কৃষকদের ওই আন্দোলনে যাওয়ার ক্ষমতা ওঁর নেই। এদিন গোলঘরের সভা থেকে মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বিজেপির ‘দ্বিচারিতা’র কড়া সমালোচনা করেন। তিনি আব্বাস সিদ্দিকি ও মিম দলকে কটাক্ষ করে বলেন, ভোটের আগে হায়দরাবাদ থেকে দাড়িওয়ালা লোকেদের আসার কারণ কি? এরা আসলে এক রাক্ষসের দুই হাত। বিহারে ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিয়েছে। এখানেও তাই করতে চাইছে। তাই ভোটের আগে এই রাজ্যে এসে ফন্দিফিকির করছে। কিন্তু এই বাংলার মানুষ সচেতন। ওদের চক্রান্ত বাংলার মাটিতে কাজ করবে না। এখানে ভোট হবে উন্নয়নের নিরিখে।
এছাড়া বারাকপুরের সভায় এদিন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তৃতীয়বার এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। তারপর এই রাজ্যের কোনও মা তাঁর সন্তানের নাম দ্বিতীয় মীরজাফরের নামে রাখবেন না। শনিবার বারাকপুর স্টেশন লাগোয়া দলীয় সভায় সাংসদ সৌগত রায়, দীনেশ ত্রিবেদী, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক তাপস রায়, নির্মল ঘোষ, তৃণমূল নেতা মদন মিত্র, সুজাতা খাঁ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিন কল্যাণবাবু বলেন, এক মীরজাফর জন্ম নিয়েছিল মুর্শিদাবাদে। আর এক মীরজাফর জন্ম নিয়েছে মেদিনীপুরে। অর্জুন সিংকে আক্রমণ করে তিনি বলেন, বেশি মস্তানি করতে এলে হাত ভেঙে দেব।