দেশ বিভাগে ফিরে যান

মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ বৈঠক মোদির

January 11, 2021 | < 1 min read

আর মাত্র পাঁচদিন। শনিবার থেকে শুরু হয়ে যাবে করোনার টিকাকরণ (COVID19 Vaccination)। তারই লক্ষ্যে রাজ্যে রাজ্যে প্রস্তুতি তুঙ্গে। টিকাকরণের মহাযজ্ঞে ২৩টি দপ্তর কাজে নামছে।

ভ্যাকসিনের ইতিবাচক দিক প্রচারে রেলের টিকিটে ছাপা হবে তথ্য। মোবাইলের রিংটোনে বাজবে করোনা টিউন। এছাড়া স্পট বাছা, কর্মী নিয়োগ, নিরাপত্তা সহ নানা বিষয়ের কাজে যুক্ত হবে গ্রামোন্নয়ন, আয়ুষ, শিক্ষা, নগরোন্নয়ন, নারী ও শিশুকল্যাণের মতো মন্ত্রক। তারা সমন্বয়ের মাধ্যমে করোনা কর্মসূচিতে অংশ নেবে। রবিবার নাম নথিভুক্তকরণ নিয়ে রাজ্যগুলির সঙ্গে জরুরি বৈঠক সারল কেন্দ্র।

পাশাপাশি আজ বিকেল চারটেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) পশ্চিমবঙ্গ সহ দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক (Virtual Meet) করবেন। বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে কটাক্ষ জারি থাকলেও নরেন্দ্র মোদি গোড়াতে ভ্যাকসিন নেবেন না বলেই জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #covid-19, #virtual meeting, #Mamata Banerjee

আরো দেখুন