সুপ্রিম কোর্টে মুখ পুড়ল মোদির, কৃষি আইন স্থগিত করতে নির্দেশ আদালতের
সোমবার ৩ কৃষি আইন নিয়ে শুনানি ছিল দেশের শীর্ষ আদালতে (Supreme Court)। আর সেই শুনানিতেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকারের উচিত কৃষি আইনে (Farm Laws) স্থগিতাদেশ দেওয়া। আর কেন্দ্রীয় সরকার সেটি যদি না করে, তাহলে সেই পদক্ষেপ করবে আদালতই।
আদালত সোমবারের শুনানিতে উষ্মা প্রকাশ করে বলে, দিনের পর দিন দিল্লির রাজপথে বয়ষ্ক মানুষেরা বসে আছেন, মহিলারা বসে আছে, তাহলে কেন সরকার এই পরিস্থিতি দেখেও কোনও ব্যবস্থা নিচ্ছে না?
প্রধান বিচারপতি বলেন, যেভাবে এই আলোচনা প্রক্রিয়া এগোচ্ছে, তাতে আমরা খুবই হতাশ। আমরা জানিনা কী আলোচনা চলছে। এই আইন কি কিছুদিনের জন্য স্থগিত রাখা যায় না?
তিনি বলেন, কিছু মানুষ আত্মহত্যা করেছেন। বৃদ্ধ, মহিলারাও এই তিন আইনের বিরুদ্ধে ধর্নায় শামিল। এখন পর্যন্ত একজন কেউ আবেদন করে বলেনি এই আইনগুলি ভালো।
তিনি আরও বলেন, আমরা এই আইন এখনই লাগু হওয়া চাইছি না। আপনারা ধর্না চালাতে পারেন। কিন্তু প্রশ্ন হল, এই একই স্থানে ধর্না হবে কিনা? আমরা কারোর মৃত্যুর দায় নিতে চাই না। কেন্দ্র যদি এই আইন এখনই লাগু করতে চায়, আমরাই স্থগিতাদেশ দেব।