কলকাতা বিভাগে ফিরে যান

গঙ্গাসাগরে কারোর কিছু হলে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিমা পাওয়া যেতে পারে, জানালেন মুখ্যমন্ত্রী

January 11, 2021 | < 1 min read

আজ বিকেলে আউট্রাম ঘাটে গঙ্গাসাগর তীর্থযাত্রীদের বিশ্রাম শিবির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকেই গঙ্গাসাগর অগ্নি নির্বাপন কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।

বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন স্বাধীনতার পরেও দেশে গণতন্ত্র নেই। তীর্থযাত্রীদের তিনি অনুরোধ করেন তাঁরা যেন কোভিড বিধি পালন করে গঙ্গাসাগরে স্নান করতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন প্রায় ৫০ লক্ষ মানুষের সমাগম ঘটে এই গঙ্গাসাগর মেলাকে ঘিরে। আর এই সময় কারোর যদি কিছু হয় তাহলে রাজ্য সরকারের তরফে বিশেষ বিমা কথা এদিন বললেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিমা পাওয়া যেতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Gangasagar Mela

আরো দেখুন