← রাজ্য বিভাগে ফিরে যান
জেলায় জেলায় ভ্যাকসিন পৌঁছে যাবে তিন দিনের মধ্যে, জানালেন স্বাস্থ্যসচিব
কলকাতা শহরে সবে কয়েক ঘণ্টা আগে এসে পৌঁছেছে করোনার ভ্যাকসিন (Corona Vaccine)। ১৬ তারিখ থেকে রাজ্যে টিকাকরণ চালু হবে বলে ঘোষণা হয়েছিল আগেই। আজ ভ্যাকসিন এসে পৌঁছনোর পরেই জেলাশাসক ও জেলা মুখ্যসাস্থ্য আধিকারিকদের ভিডিও কনফারেন্স-এ রাজ্যের স্বাস্থ্যসচিব জানিয়ে দিলেন, তিন দিনের মধ্যে জেলায় জেলায় পৌঁছে দেওয়া হবে ভ্যাকসিন।
স্বাস্থ্যসচিব এনএস নিগম জানিয়েছেন, প্রথম ভ্যাকসিন দেওয়া শুরু হবে স্বাস্থ্য কর্মীদের। স্বাস্থ্যকর্মীরা যাতে সকলে ভ্যাকসিন পান তা দেখতে হবে বলে জানিয়েছেন তিনি। কেউ যেন বাদ না পড়েন, সে জন্য ডেটাবেস তৈরি করার নির্দেশও দিয়েছেন নিগম।