কলকাতা বিভাগে ফিরে যান

কয়েকদিন বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল, জেনে নিন দিনক্ষণ

January 12, 2021 | < 1 min read

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য চলতি সপ্তাহের শেষ থেকে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল (Sealdah Flyover)। কলকাতা পুলিশ ও কলকাতা মেট্রো রেল কর্পোরেশন যৌথ বিবৃতিতে জানিয়েছে ১৫ জানুয়ারি রাত্রি ১১টা থেকে ১৯ জানুয়ারি মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, এই সময়ে লেনিন সরণি, বিধান সরণি, রফি আহমেদ কিদওয়াই রোডকে বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা হবে। আর উত্তর থেকে দক্ষিণ বা দক্ষিণ থেকে উত্তরগামী রাস্তা হিসেবে এজেসি রোডের বাস চলাচলের ক্ষেত্রে বিকল্প সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে শিয়ালদহ উড়ালপুলের এক দিকে রাজা বাজার মোড় ও অন্য দিকে এনআরএস হাসপাতালের সামনে অস্থায়ী বাস টার্মিনাস হবে। সেখান থেকে বাস চলাচল করবে। শিয়ালদহ স্টেশনে ঢোকার ক্ষেত্রে বিগ বাজারের সামনের অংশ ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে।

এর আগেও শিয়ালদহ সেতু মেরামতির কাজের জন্য যান চলাচল বন্ধ করা হয়েছিল। এবার মেট্রোর কাজের জন্য নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। তবে এবার একটু বেশি সময় বন্ধ থাকতে চলেছে শহরের অন্যতম ব্যস্ত রাস্তাটি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sealdah Station, #flyover

আরো দেখুন