রাজ্য বিভাগে ফিরে যান

বিবেক মিছিলেও বাদ শুভেন্দু, বিজেপির সঙ্গে বাড়ছে দূরত্ব?

January 12, 2021 | < 1 min read

মঙ্গলবার স্বামী বিবেকানন্দ-র জন্মদিনে উত্তর কলকাতা থেকে বিজেপি-র কর্মসূচিতে দেখা যাবে না শুভেন্দু অধিকারীকে। যদিও দলের হয়ে স্বামীজির মূর্তিতে মাল্যদান কর্মসূচিতে থাকছেন শুভেন্দু (Suvendu Adhikari)।

সোমবার রাতে রাজ্য বিজেপি-র পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টায় শ্যামবাজার থেকে তাদের মিছিল শুরু হলেও তাতে থাকছেন না শুভেন্দু। যদিও মঙ্গলবার স্বামী বিবেকানন্দর বসতবাড়ি সিমলা স্ট্রিটে গিয়ে মূর্তিতে মাল্যদান করবেন তিনি সকাল সাড়ে ৮টায়।

প্রসঙ্গত, ১২ জানুয়ারি স্বামীজির জন্মদিনে উত্তর কলকাতার শ্যামবাজার থেকে সিমলা ষ্ট্রিট পর্যন্ত মিছিল করার কথা আগেই জানিয়েছিল বিজেপি (BJP0। বিজেপি সূত্রে আগে জানা গিয়েছিল, মঙ্গলবারের মিছিলে থাকবেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, কৈলাস এবং শুভেন্দু। তবে একেবারে শেষ মুহূর্তে সেই কর্মসূচির রদবদল করা হয়েছে।

এর আগে জেপি নাড্ডার রোড (JP Nadda) শোয়ে দেখা যায়নি শুভেন্দুকে। স্বভাবতই প্রশ্ন উঠছে, বিজেপির সঙ্গে কি তবে শুভেন্দুর দূরত্ব বাড়ছে? নন্দীগ্রাম এবং পুরুলিয়ায় শুভেন্দুর সভায় বিশৃঙ্খলার কারণেই কি দল তাঁর ওপর রুষ্ট?

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #suvendu adhikari, #vivek procession

আরো দেখুন