দেশ বিভাগে ফিরে যান

সুপ্রিম কোর্ট গঠিত কৃষি কমিটির নিরপেক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন

January 12, 2021 | < 1 min read

বিতর্কিত ৩টি কৃষি আইনে (Farm Laws) ফের স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইনগুলি কার্যকর করা যাবে না। সরকার ও আন্দোলনকারীদের মধ্যে রফাসূত্র বার করতে গড়া হয়েছে একটি বিশেষ কমিটিও। 

বিশেষজ্ঞ কমিটিতে রয়েছেন, ভূপেন্দ্র সিং মান (ভারতীয় কিষাণ ইউনিয়ন), অনিল ঘানওয়াত (শেঠকারি সংগঠন), ডঃ প্রমোদ কিমার যোশী এবং কৃষি বিশেষজ্ঞ অশোক গুলাটি।

ভারতীয় কিষাণ ইউনিয়নের ভুপিন্দর সিং মান রাজ্যসভার প্রাক্তন সাংসদ এবং বিতর্কিত কৃষি আইনের সমর্থক।এই কমিটির অন্য সদস্য হলেন, শেঠকারী সংগঠনের অনিল ঘাওয়াত। তিনিও কৃষিমন্ত্রী এন এস তোমারকে গত মাসে চিঠি দেন এই আইনের সমর্থনে। ডঃ প্রমোদ কিমার যোশী এবং অশোক গুলাটিকেও এই আইনের সমর্থন করতে দেখা গেছে।

এখন প্রশ্ন উঠছে আদালতের তৈরি কমিটিতে কী করে এমন সদস্য থাকতে পারে যারা ঘোষিতভাবে আইনের সমর্থক। এতে কি কৃষকদের দাবীপূরণ হবে? প্রশ্ন তুলছেন কৃষক সংগঠনের একাংশ। দরকারে, আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকিও দিচ্ছেন তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Supreme Court of India, #Farm Laws

আরো দেখুন