রাজ্য বিভাগে ফিরে যান

বর্ধমান জেলায় কন্যাশ্রী প্রকল্পে উপকৃত প্রায় দেড় লক্ষ ছাত্রী

January 13, 2021 | 2 min read

করোনাকালে পূর্ব বর্ধমান (Bardhaman) জেলায় কন্যাশ্রী প্রকল্পে (Kanyashree Scheme) উপকৃত প্রায় দেড় লক্ষ ছাত্রী। চলতি অর্থবর্ষে রাজ্য সরকারের তরফে এই প্রকল্পে জেলায় ৬৫ কোটিরও বেশি টাকার সাহায্য করা হয়েছে। মার্চ থেকে টানা স্কুল বন্ধ থাকলেও এত সংখ্যক ছাত্রীকে এই প্রকল্পেও আওতায় আনতে পেরে উচ্ছ্বসিত জেলা প্রশাসনের কর্তারা। এই পরিস্থিতিতে টাকা পেয়ে খুশি ছাত্রীদের অভিভাবকরাও।

জেলা প্রশাসন সূত্রে খবর, চলতি বছর মার্চ থেকে ডিসেম্বর অবধি কন্যাশ্রী প্রকল্পের কে-১ এ জেলার এক লক্ষ ২১ হাজার ৩৬৬ জন ছাত্রীকে এক হাজার টাকা করে মোট ১২ কোটি টাকা দেওয়া হয়েছে। কে-২ তে জেলার ২২ হাজার ৪৫৫ জন ছাত্রীকে ২৫ হাজার টাকা করে মোট ৫৩ কোটি টাকা দেওয়া হয়েছে। কে-১ ও কে-২ মিলিয়ে এই প্রকল্পে এবছর এখনও পর্যন্ত ৬৫ কোটিরও বেশি টাকার অনুদান দেওয়া হয়েছে।

২০১৩ সালের অক্টোবর মাসে রাজ্য সরকার এই প্রকল্পটি চালু করে। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে নগদ সহায়তার মাধ্যমে মেয়েদের জীবন উন্নতির ল঩ক্ষ্যেই এই প্রকল্প চালু হয়। যে সব ছাত্রীর বয়স ১৩ থেকে ১৮ বছর, তারা কন্যাশ্রীর কে-১ এর জন্য আবেদন করতে পারবে। প্রতি বছর এক হাজার টাকা করে পাবে তারা। প্রথমদিকে বার্ষিক ৫০০ টাকা করে দেওয়া হতো। পরে তা বাড়িয়ে ৭৫০টাকা করে রাজ্য সরকার। বছর কয়েক আগে ৭৫০টাকা থেকে বাড়িয়ে বার্ষিক অনুদান এক হাজার টাকা করা হয়। এছাড়া যে সমস্ত ছাত্রীর বয়স ১৮ থেকে ১৯ বছর এবং কলেজ পড়ুয়া, তারা কন্যাশ্রীর কে-২ এ আবেদন করতে পারবেন। পড়াশোনা চালু রাখলে তাঁরা এককালীন ২৫ হাজার টাকা সরকারি অনুদান পাবেন। 

কন্যাশ্রী প্রকল্পে বর্তমানে কে-১ এবং কে-২-এর পাশাপাশি চালু রয়েছে কে-৩ প্রকল্প। স্কুল-কলেজ পাশ করে যাঁরা ইউনিভার্সিটিতে পড়তে চান তাঁরা কে-৩ প্রকল্পের সুযোগ পাবেন। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা ছাত্রীদের ৪৫ শতাংশ নম্বর থাকলে তাঁরা ২৫০০ টাকা করে বৃত্তি পাবেন। তবে যাঁরা কলাবিভাগে পড়তে চান, তাঁদের এই প্রকল্পে দেওয়া হয় ২০০০ টাকা। এই প্রকল্প চালুর পর জেলায় একদিকে যেমন স্কুলছুটের হার কমেছে, তেমনই নাবালিকা বিবাহের হারও কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

সাধারণত স্কুল-কলেজের মাধ্যমেই কন্যাশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়া যায়। তবে ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হওয়া দুয়ারে সরকার ক্যাম্পগুলিতেও প্রয়োজনীয় নথি সহ কন্যাশ্রী প্রকল্পের আবেদন জমা করা যাচ্ছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও পুরসভার নানা এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প হওয়ায় আবেদন করার প্রক্রিয়া আরও সহজ হয়ে গিয়েছে। এই ক্যাম্পগুলিতেও প্রচুর ছাত্রী আবেদন করছেন বলে খবর। 

পূর্ব বর্ধমান জেলা পরিষদের নারী, শিশু ও সমাজ কল্যাণ এবং ত্রাণ দপ্তরের কর্মাধ্যক্ষ মিঠু মাঝি বলেন, মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পে জেলার বহু দুঃস্থ মেধাবী ছাত্রী উপকৃত হয়েছে। দুয়ারে সরকার ক্যাম্পেও প্রচুর পড়ুয়া এই প্রকল্পে সাহায্য চেয়ে আবেদন জানিয়েছেন। তারা যাতে দ্রুত সাহায্য পেয়ে যায় তা দেখা হচ্ছে। এই প্রকল্প চালুর পর জেলায় স্কুলছুটের হারও অনেকটাই কমেছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kanyashree

আরো দেখুন