রাজ্য বিভাগে ফিরে যান

মোদির সাধের প্রকল্প বাস্তবায়নে ডাহা ফেল বিজেপি: তৃণমূল

January 13, 2021 | 2 min read

বিজেপি (BJP) দাবি করে যে বাংলায় তারা ক্ষমতায় এলে রাজ্যের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হবে। অথচ গত সাত বছর কেন্দ্রে একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে সরকারে থেকে যে সব লোকদেখানো প্রকল্প তারা শুরু করেছিল বা নাম বদলে চালু করেছিল, সেগুলোর অবস্থা খুবই শোচনীয়। আজ এই ভাষাতেই কেন্দ্রকে আক্রমণ করলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Saugata Roy)।

তিনি মূলত পাঁচটি ফ্ল্যাগশিপ প্রকল্পের কথা আজ তুলে ধরেন যেগুলি বিজেপি সরকার সবসময় প্রচার করে থাকে, অথচ যেগুলির বাস্তব দশা খুব খারাপ।

সৌগতবাবুর দাবি, জহরলাল নেহরু আরবান মিশনের নাম বদলে স্মার্ট সিটি প্রকল্প করা হয়েছে। তিনি আরও বলেন, মেক ইন ইন্ডিয়া প্রকল্প, যা শুরু হয় ২০১৪ সালে, লক্ষ্য পূরণে ব্যর্থ। দেশে গত ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ বেকারত্ব।

তিনি আরও দাবি করেন, ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র, কিন্তু, বর্তমান যা পরিস্থিতি তাতে তা ২০২৮ সালের আগে হওয়া সম্ভব না।

সৌগত রায় বলেন, পিএম কিষান প্রকল্পে নাম নথিভুক্তি সমানে কমছে। ২০১৯ লোকসভা ভোটের আগে পাঁচ সপ্তাহে যত কৃষক নাম লিখিয়েছিলেন, ভোটের ৮ মাস পরে তার চেয়ে কম কৃষক যুক্ত হয়েছেন। এই প্রকল্পে ৭০ শতাংশ মানুষ পুরো টাকা পাননি। ৪৮ শতাংশ মানুষ কোনও টাকা পাননি। এখন পর্যন্ত বরাদ্দের মাত্র ৪১ শতাংশ খরচ হয়েছে।

বুলেট ট্রেন নিয়েও প্রশ্ন তোলেন সৌগত রায়। তিনি বলেন, ত্রুটিপূর্ণ বিডিং প্রক্রিয়ার ফলে ৩ বিলিয়ন ডলার নষ্ট হয়েছে এই প্রকল্পে। ভারতের দ্রুততম ট্রেন বন্দে ভারত প্রথম ট্রিপের পর খারাপ হয়ে যায়। লুধিয়ানা থেকে ডানকুনি ফ্রেট করিডর হওয়ার কথা ছিল। কিন্তু, গুরুত্ব দেওয়া হচ্ছে না।

সৌগতবাবুর কটাক্ষ, জিএসটি শুরু হয় খুব আড়ম্বর করে। বলা হয় এই ব্যবস্থা করকাঠামো সরলীকরণ করবে। কেন্দ্র রাজ্যগুলিকে করবাবদ ক্ষতিপূরণ দেবে। কিন্তু, ২০১৮ সালের সিএজি রিপোর্ট বলে জিএসটি তার নিজস্বতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। ২০২১ সালে এই করবাবদ ঘাটতি ২.৩৫ লক্ষ কোটি টাকা। এর জন্য কেন্দ্র বাধ্য করছে রাজ্যগুলিকে ধার করতে। মমতা বন্দ্যোপাধ্যায় এই কর ব্যবস্থাকে গ্রেট সেলফিশ ট্যাক্স বলেন।

২০১৫ সালের জুন মাসে শুরু হয় স্মার্ট সিটি প্রকল্প। লক্ষ্য ছিল বা বলা ভালো, দাবী করা হয় ২০২০র মধ্যে ১০০টি স্মার্ট সিটি হবে। এখন বলা হচ্ছে ২০২৩ সাল পর্যন্ত লাগবে। গত ৫ বছরে কাজ হয়েছে ২৫ শতাংশ এবং ২০১৯ পর্যন্ত ৩০ শতাংশ টাকা ব্যয় করা হয়েছে। ৬১টি শহরের মধ্যে ৩৪টি শহরে একটিও প্রকল্প শেষ হয়নি। সবথেকে বেশি কাজ হয়েছে শুধু  কর্ণাটক, গুজরাট, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে।

সৌগত রায় বলেন, এই পাঁচটি প্রকল্পের একটাতেও কাজ হয়নি। এখানে বিজেপির নেতারা এসে অনেক কথা বলে। আমরা কুৎসা না করে গঠনমূলক কাজ করি।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #AITC

আরো দেখুন