← বিনোদন বিভাগে ফিরে যান
সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রেট্রোস্পেক্টিভ প্রদর্শনী শুরু আজ
সদ্যপ্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) জন্মবার্ষিকী আসন্ন। তাই, অভিনেতার স্মরণে একটি রেট্রোস্পেক্টিভ প্রদর্শনী শুরু হচ্ছে আজ থেকে। সোমবার ও ছুটির দিন বাদে এই প্রদর্শনী চলবে আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টায়। ইমামি আর্টে অনুষ্ঠিত হতে চলা এই প্রদর্শনীতে সকলের প্রবেশ অবাধ।
যেসব সিনেমা দেখানো হবে,সেগুলি হলঃ-
- আজ – সত্যজিৎ রায় পরিচালিত অভিযান
- কাল – তাঁর নিজের পরিচালিত হোমাপাখি ও কুরবানি
- ১৭ই – গৌতম ঘোষের নির্দেশিত দেখা
- ২০শে – ইপ্সিতা গনগুপ্তের পরিচালিত রায়ের অপু
- ২১শে – মৃণাল সেনের পরিচালিত আকাশ কুসুম
- ২২শে – সত্যজিৎ রায় পরিচালিত সোনার কেল্লা
- ২৭শে – রাজা মিত্রের পরিচালিত একটি জীবন
- ২৮শে – সুমন ঘোষ পরিচালিত পিস হাভেন.
- ২৯শে – সন্দীপ রায়ের নির্দেশিত উত্তরন
অন্যান্য যেসব অনুষ্ঠান আয়োজিত হবে, সেগুলি হলঃ-
- ১৯শে – প্রতিদিন তব গাথা
- ২৪শে – লাইভ কন্সার্ট – সৌমিত্রঃ সুরে ও পথে
- ৩০শে – সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা নাটক টাইপিস্ট
- .৩১শে – পেজেস ফ্রম ডাইরি শীর্ষক সৌমিত্র চট্টোপাধ্যায়ের আঁকা কিছু ছবির প্রদর্শনী
সমাপ্তি অনুষ্ঠান আয়োজিতহবে ৩১শে জানুয়ারি বিকেল ৬টায়। সেখানে আর্ট ও সৌমিত্র অনুষ্ঠানে তাঁকে নিয়ে হবে একটি আলোচনাসভা।